ISL 2025: ISL কি আদৌ হবে? যা ভাবছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল

সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে আইএসএল? শুক্রবার ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ আপাতত হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এফএসডিএল-এর পক্ষ থেকে। কারণ হিসেবে জানানো হয়েছে,  এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইট এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা তাদের কাছে নেই।

Advertisement
ISL কি আদৌ হবে? যা ভাবছে মোহনবাগান ও ইস্টবেঙ্গলআইএসএল স্থগিত

সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে আইএসএল? শুক্রবার ভারতীয় ফুটবলের সর্বোচ্চ লিগ আপাতত হচ্ছে না বলে জানিয়ে দেওয়া হয়েছে এফএসডিএল-এর পক্ষ থেকে। কারণ হিসেবে জানানো হয়েছে,  এফএসডিএলের সঙ্গে এআইএফএফের চুক্তি মাস্টার্স রাইট এগ্রিমেন্ট অর্থাৎ এমআরএ নবীকরণ নিয়ে এখনও কোনও নিশ্চয়তা তাদের কাছে নেই। 

তবে এই অচলাবস্থা কেটে যাবে বলেই মনে করছেন কলকাতার দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা। তবে এই অচলাবস্থার জন্য় ফেডারেশনকেই দায়ী করেছে দুই ক্লাব। আইএসএল স্থগিত হতেই ফেডারেশনের ‘অপদার্থতা’ নিয়ে তোপ দাগলেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু। তবে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার আশাবাদী, আইএসএল হবে। 

মোহনবাগান সচিব সৃঞ্জয় বোসের সাফ বক্তব্য, 'ভারতীয় ফুটবলের স্বার্থে সব অংশীদারদের এক জায়গায় এসে আলোচনা করে পুরো ব‍্যাপারটা সমাধান করা উচিত। কারণ, দেশের এক নম্বর লিগ আইএসএল না হলে ভারতীয় ফুটবলে অন্ধকার নেমে আসবে। তাছাড়া এফএসডিএলের সঙ্গে চুক্তি ডিসেম্বরে শেষ হয়ে যাবে, এটা ফেডারেশন অনেক আগেই জানত। তাহলে এফএসডিএলের সঙ্গে আলোচনায় বসে কেন এতদিন চুক্তি নিয়ে সমস‍্যার সমাধান করেনি ফেডারেশন। আজকে তাদের অপদার্থতায় এই কঠিন সময় নেমে এসেছে। আদালতের কাছে আবেদন করব, ভারতীয় ফুটবলের স্বার্থে সমস্যা সমাধানের সঠিক পথ খুঁজে দেওয়ার জন‍্য।'

অন্যদিকে ইস্টবেঙ্গল ক্লাবের কর্মকর্তা দেবব্রত সরকার বলছেন, 'আমি বিশ্বাস করি যেই আয়োজন করুক না কেন, আইএসএল হবে। এফএসডিএল না করলে অন্য কেউ হয়তো করতে পারে। আমার মনে হয় না, দেশের লিগ বন্ধ হয়ে যাবে, এটা সংস্থাও চায় না, সরকারও চায় না।'

২০২৫-এর ডিসেম্বর পর্যন্ত ফেডারেশনের সঙ্গে চুক্তি রয়েছে এফএসডিএলের। কিন্তু এই মরশুমে নির্দিষ্ট সময়ে আইএসএলে শুরু হলে তা চলবে এপ্রিলের শেষ পর্যন্ত। কিন্তু চুক্তি তো ডিসেম্বর পর্যন্ত। তাহলে জানুয়ারি থেকে বিনা চুক্তিতে কীভাবে হবে আইএসএল? সমস্যাটা এখানেই শুরু হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট থেকেও জানিয়ে দেওয়া হয়েছে, কল্যাণ চৌবের নেতৃত্বে ফেডারেশনের কোনও কমিটি এফএসডিএলের সঙ্গে চুক্তি বৃদ্ধি নিয়ে কোনও আলোচনা করতে পারবে না।

Advertisement

POST A COMMENT
Advertisement