আইএসএল ট্রফি১০-১৫ ফেব্রুয়ারির মধ্যে শুরু হয়ে যেতে পারে আইএসএল। ফেডারেশনের কর্মসমিতির সদস্যরা এ ব্যাপারে সবুজ সংকেত দিয়ে দিয়েছে বলে সূত্রের খবর। আজ দুপুরে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। দীর্ঘ সময় আলোচনা চললেও, সমাধান সূত্র মেলেনি। এবার সেই জট খোলার পথে। এমনটাই মনে করা হচ্ছে।
ইস্টবেঙ্গল ছাড়লেন হামিদ
হামিদকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল। আইএসএল নিয়ে নিশ্চয়তা না পাওয়ায় একের পর এক তারকা দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে অন্যতম ইস্টবেঙ্গলের হামিদ। দেশে থাকা পরিবারকে মিস করায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন তিনি।
দল তুলে নিল এফসি গোয়া
অন্যদিকে, আইএসএল নিয়ে নিশ্চয়তা না থাকায়, এফসি গোয়া তাদের দল তুলে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে। এফসি গোয়ার সিইও রবি পুষ্কর সোমবার প্রথম দলের সঙ্গে অনলাইন মিটিং করেন। সেখানেই কঠিন পরিস্থিতির উল্লেখ করেন সদস্যদের কাছে।
সিইও জানান, ক্লাব হিসেবে যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার চেষ্টা তারা করেছেন এই কঠিন সময়ে। কিন্তু ভারতীয় ফুটবল খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। অচলাবস্থা কাটছে না। দীর্ঘ এই অনিশ্চয়তার প্রেক্ষিতে এফসি গোয়া এই সিদ্ধান্তে উপনীত হয় যে তারা প্রথম দলের যাবতীয় কর্মকাণ্ড বন্ধ করে দিচ্ছে। এটাই শেষ রাস্তা ছিল তাদের।
২৪ ডিসেম্বর পর্যন্ত এফসি গোয়া সক্রিয় ছিল। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ স্টেজে ফতোরদায় এফসি ইস্তিকললের মুখোমুখি হয়েছিল গোয়া। গোয়ার ফুটবলাররা প্রতীকী প্রতিবাদ দেখান। তাঁরা হাঁটু মুড়ে বসে পড়েন ফুটবলাররা। ভারতীয় ফুটবলের অচলাবস্থার কথা গোয়ার ফুটবলাররা তুলে ধরেন ওই প্রতীকী প্রতিবাদের মাধ্য়মে। বিশ্বের দরবারে পৌঁছে দেন ভারতীয় ফুটবলের খারাপ সময়ের কথা। যদিও পরবর্তীকালে এফসি গোয়া সোশ্যাল মিডিয়ায় জানায় তাদের ফুটবলারদের এই ইঙ্গিতের আসল কারণের কথা। তাজিকিস্তানের দল ইস্তিকলল গোয়ার ফুটবলারদের এহেন আচরণে স্তম্ভিত হয়ে যান। এদিকে আইএসএলের জন্য ফেডারেশন ফিনান্স কমিটি আনুমানিক সাত কোটি বরাদ্দ করেছে। কী হয় সেটাই এখন দেখার।