বাণিজ্যিক অংশীদারের অভাবে ISL-এর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আইএসএল শুরুর দিন ঘোষণা হওয়ার পর থেকেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই ফেডারেশন চিঠি দিল ক্লাবগুলিকে। কী বক্তব্য? এই চিঠিতে সোমবার দুপুর ১২টার মধ্যে জানাতে বলা হয়েছে, তারা কোন মাঠ থেকে এবারের আইএসএলের হোম ম্যাচ খেলতে চায়।
এই চিঠিতে আরও একবার ক্লাবগুলিকে জানানো হয়েছে এবারের আইএসএলের মোট বাজেট ২৪ কোটি ২৬ লক্ষ ৭৪ হাজার টাকা। তার মধ্যে ফেডারেশন দেবে ৯ কোটি ৭৭ লক্ষ ৪০ হাজার টাকা। ক্লাবগুলি দেবে এক কোটি টাকা করে। ফেডারেশন জানিয়েছে ইতিমধ্যেই তারা প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে। তারা প্রত্যেক মাঠের দায়িত্বে থাকা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে সুষ্ঠুভাবে ম্যাচ আয়োজনের জন্য। এএফসি-র সঙ্গে কথা বলবে ম্যাচের সংখ্যায় প্রয়োজনীয় ছাড়ের জন্য। তাই সঠিক সময়ের মধ্যে ব্রডকাস্টিং পার্টনার, কমার্শিয়াল পার্টনার এবং সূচি চূড়ান্ত করার জন্য মাঠ নিশ্চিত করতে বলেছে ফেডারেশন।
এই নিশ্চয়তা এবং ক্লাবের জন্য বরাদ্দ অর্থ পাওয়ার পর বেশ কিছু কাজ করতে চায় ফেডারেশন। কীভাবে প্রতিযোগিতা হবে, তার একটা ক্লপ্রিন্ট তৈরি করা হবে। ব্রডকাস্টিং এবং কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ডাকা হবে। এএফসি-কে ম্যাচের ছাড়ের জন্য অনুরোধ করা হবে। শুরু করা হবে সূচি তৈরির কাজ।
এই ইমেলে কত তারিখের মধ্যে কোন কাজ করা হবে তা জানিয়েছে ফেডারেশন। ১২ জানুয়ারি তারা প্রয়োজনীয় ম্যাচের ছাড়ের জন্য চিঠি লিখবে এএফসি-কে। ১৪ এবং ১৫ জানুয়ারি যথাক্রমে এবারের আইএসএলের ব্রডকাস্টিং পার্টনার এবং কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ডাকা হবে। ব্রডকাস্টিং পার্টনার এবং কমার্শিয়াল পার্টনারের জন্য আগ্রহী কোম্পানিগুলির বিড জমা দেওয়ার শেষ তারিখ যথাক্রমে ২৯ এবং ৩০ জানুয়ারি। ৫ ফেব্রুয়ারির মধ্যে আইএসএলের ব্রডকাস্টিং এবং কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত হবে।
২০ জানুয়ারির মধ্যে সরকারিভাবে চূড়ান্ত করা হবে আইএসএলের লং টার্ম প্ল্যান। ১৫ ফেব্রুয়ারির মধ্যে আইএসএলের অংশগ্রহণের জন্য ২০ বছরের একটি চুক্তি করা হবে। ২০ ফেব্রুয়ারি আগামী মরশুম থেকে দীর্ঘমেয়াদী সময়ের জন্য আইএসএলের কমার্শিয়াল পার্টনারের টেন্ডার ডাকা হবে। ১৫ মার্চের মধ্যে এই দীর্ঘমেয়াদী সময়ের কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত করা হবে। ১ এপ্রিলের মধ্যে ২০২৬-২৭ মরশুম থেকে পরবর্তী দীর্ঘমেয়াদি সময়ের জন্য ক্লাব লাইসেন্সিংয়ের শর্ত, ফাইনান্সিয়াল ফেয়ার প্লে মডেল, স্যালারি ক্যাপ-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করা হবে। ২৫ মে-র মধ্যে আগামী বছর আইএসএলের লজিস্টিক এবং অপারেশনাল বিষয়গুলি চূড়ান্ত করে ফেলা হবে।