ISL 2026: এবার ব্রডকাস্টিং নিয়ে সমস্যা, ১৪ ফেব্রুয়ারি ISL শুরু হবে তো?

দিন কয়েক আগে ফেডারেশনের পক্ষ থেকে ক্লাবগুলিকে একটি পরিকল্পনা সূচি পাঠানো হয়েছিল। সেখানে ফেডারেশন জানিয়েছিল কোন কোন তারিখের মধ্যে তারা আইএসএলের জন্য গুরুত্বপূর্ণ কোন কোন কাজ করে ফেলতে চায়। সেখানে ছিল ১৪ এবং ১৫ জানুয়ারি এবারের আইএসএলের যথাক্রমে ব্রডকাস্টিং পার্টনার এবং কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার প্রকাশ করা হবে। কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যেই দুটোর কোনটাই করে উঠতে পারেনি ফেডারেশন। 

Advertisement
এবার ব্রডকাস্টিং নিয়ে সমস্যা, ১৪ ফেব্রুয়ারি ISL শুরু হবে তো?বাণিজ্যিক অংশীদারের অভাবে ISL-এর সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

দিন কয়েক আগে ফেডারেশনের পক্ষ থেকে ক্লাবগুলিকে একটি পরিকল্পনা সূচি পাঠানো হয়েছিল। সেখানে ফেডারেশন জানিয়েছিল কোন কোন তারিখের মধ্যে তারা আইএসএলের জন্য গুরুত্বপূর্ণ কোন কোন কাজ করে ফেলতে চায়। সেখানে ছিল ১৪ এবং ১৫ জানুয়ারি এবারের আইএসএলের যথাক্রমে ব্রডকাস্টিং পার্টনার এবং কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার প্রকাশ করা হবে। কিন্তু নির্দিষ্ট তারিখের মধ্যেই দুটোর কোনটাই করে উঠতে পারেনি ফেডারেশন। 

ফলে নির্ধারিত সময়ের (৫ ফেব্রুয়ারি) মধ্যে আদৌ নতুন ব্রডকাস্টিং পার্টনার এবং কমার্শিয়াল পার্টনার চূড়ান্ত করা যাবে কিনা প্রশ্ন থেকেই যাচ্ছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ঘোষণা করেছেন আইএসএল শুরু হবে ১৪ ফেব্রুয়ারি। হাতে আর এক মাসও সময় নেই। কিন্তু এখনও সূচিই প্রকাশ করা গেল না। আর যেহেতু সূচি প্রকাশ করা যায়নি তাই যে কোম্পানিগুলো আইএসএলের ব্রডকাস্ট করতে কিছুটা হলেও আগ্রহী ছিল তারাও বিভ্রান্ত। প্রসঙ্গত সূচি তৈরি করার আগেই ফেডারেশনের পাঠানো আইএসএল আয়োজনের প্রস্তাব নিয়ে বেঁকে বসে ক্লাবগুলি। তারা পরিষ্কার জানিয়ে দেয় আইএসএলের রেগুলেটরি অংশগুলো ছাড়া ফেডারেশনের 'ভেটো পাওয়ার' তারা মানবে না। 

ফেডারেশন এরপর ক্লাবগুলিকে জানায় তাদের বক্তব্য লিখিতভাবে জানাতে। সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা থেকেই একের পর এক ক্লাব নিজেদের পয়েন্ট লিখে পাঠাতে শুরু করেছে ফেডারেশনকে। প্রত্যেকের বক্তব্য মিলিয়ে নির্যাস একটাই। প্রতিযোগিতার রেগুলেটরি কন্ট্রোল থাকবে ফেডারেশনের হাতে। আর অপারেশনাল এবং কমার্শিয়াল বিষয়গুলোতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে ক্লাবদের। সেখানে ফেডারেশনের কোনও 'ভেটো পাওয়ার' থাকা চলবে না। ক্লাবগুলির বক্তব্য পরিষ্কার। 

ফেডারেশন এই বিষয়টি পরিবর্তন করার পরেই যেন সূচি তৈরি করে। শনিবার ফেডারেশন সব ক্লাবের থেকে আসা ইমেল আইনজীবীদের দেখিয়ে তারপর নিজেদের বক্তব্য জানাবে ক্লাবগুলিকে। দু'পক্ষ এক জায়গায় এলে তবেই তৈরি হবে সূচি। এদিকে দ্রুত পেরিয়ে যাচ্ছে সময়। কীভাবে আইএসএল শুরুর আগে যাবতীয় প্রস্তুতি শেষ হবে তা জানা নেই কারও।

Advertisement

TAGS:
POST A COMMENT
Advertisement