East Bengal: ইস্টবেঙ্গলের জয়ে মোহনবাগানের লাভ, লিগ টেবিলে যে বদল ঘটল

শুক্রবার রাতেই নর্থইস্ট ইউনাইটেড এফসিকে (North East United FC) হারিয়ে এবারের আইএসএল-এর (ISL) প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। টানা ছয় ম্যাচ হারের পর একটা ড্র আর শেষে একটা ম্যাচে জয়। লিগের ৮ নম্বর ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল লাল-হলুদ শিবির। চলতি মরসুমে প্রথমবার কোনও ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলল লাল-হলুদ। লিগ টেবলের (ISL League Table) তিন নম্বরে থাকা দলকে হারিয়েও লাস্টবয় ইস্টবেঙ্গল। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর এই জয়ে দারুণ সুবিধা হল মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)

Advertisement
ইস্টবেঙ্গলের জয়ে মোহনবাগানের লাভ, লিগ টেবিলে যে বদল ঘটলeast bengal

শুক্রবার রাতেই নর্থইস্ট ইউনাইটেড এফসিকে (North East United FC) হারিয়ে এবারের আইএসএল-এর (ISL) প্রথম জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। টানা ছয় ম্যাচ হারের পর একটা ড্র আর শেষে একটা ম্যাচে জয়। লিগের ৮ নম্বর ম্যাচে এসে প্রথম জয়ের মুখ দেখল লাল-হলুদ শিবির। চলতি মরসুমে প্রথমবার কোনও ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলল লাল-হলুদ। লিগ টেবলের (ISL League Table) তিন নম্বরে থাকা দলকে হারিয়েও লাস্টবয় ইস্টবেঙ্গল। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর এই জয়ে দারুণ সুবিধা হল মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant)।
 

কীভাবে মোহনবাগানের সুবিধা করল ইস্টবেঙ্গল?
এই মুহূর্তে লিগ শিল্ডের লড়াইয়ে রয়েছে তিনটি দল। বেঙ্গালুরু এফসি মোহনবাগানের পাশাপাশি সেই তালিকায় নর্থ ইস্টও। টেবিলের শেষে থাকা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাদের হারের ফলে সেই লড়াইয়ে কিছুটা হলেও পিছিয়েই পড়ল পেড্রো বানালির দল। ফলে সুবিধা হল দিমিত্রি পেত্রাতোসদের। শনিবার চেন্নাইয়েন এফসি-র বিরুদ্ধে জিততে পারলে ফের শীর্ষে চলে যাবে সবুজ-মেরুন। লিগ শিল্ড ধরে রাখার ক্ষেত্রে যা গুরুত্বপূর্ণ। 
 

কোন দল কত পয়েন্ট পেয়েছে?
এই মুহূর্তে লিগ তালিকায় শীর্ষে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২০। একটা ম্যাচ কম খেলে মোহনবাগান পেয়েছে ১৭। ১০ ম্যাচ খেলে ফেলা নর্থ ইস্ট ১৫ পয়েন্ট পেয়েছে। চার নম্বরে থাকা পঞ্জাব এফসি ৮ ম্যাচে পেয়েছে ১৫ পয়েন্ট। এফসি গোয়া ৯ ম্যাচে তুলে নিয়েছে ১৫ পয়েন্ট। আর্মান্দো সাদিকুর দল আছে পাঁচ নম্বরে। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ওড়িশা এফসি আছে ছয় নম্বরে। 
ফলে বোঝাই যাচ্ছে এবারে প্লে অফের লড়াই বেশ কঠিন। তবে শুক্রবারের জয় লাল-হলুদকে অনেকটাই অক্সিজেন দেবে বলে মনে কড়া হচ্ছে।

আইএসএল লিগ টেবিল
আইএসএল লিগ টেবিল

কীভাবে জিতল ইস্টবেঙ্গল?

ম্যাচের ২৩ মিনিটের মাথায় নর্থ-ইস্টের জালে বল জড়ায় ইস্টবেঙ্গল। লাল-হলুদ শিবিরের হয়ে গোল করেন দিমিত্রিয়স ডায়মান্টাকোস। তাঁকে গোলের পাস বাড়িয়ে দেন তালাল।

Advertisement

POST A COMMENT
Advertisement