দলের ক্যাপ্টেন তিনি। নেতার মতোই, গোল যেমন করেছেন, তেমনই বিপিন সিং (Bipin Singh), লালচুংনুঙ্গারা যতবার আক্রমণে উঠে আসার চেষ্টা করেছেন ততবার বাধা দিয়েছেন। জবি জাস্টিনের (Jobby Justin) ক্যাপ্টেন্সিতেই ইতিহাস গড়ে ফেলল ডায়মন্ড হারবার এফসি (Diamond Harbour FC)। প্রথমবার ডুরান্ড কাপে (Durand Cup 2025) খেলতে নেমেই ফাইনালে পৌঁছে গেল দল।
'আমি পেশাদার ফুটবলার'
ইস্টবেঙ্গল তাঁর পুরনো ক্লাব। সেই দলের বিরুদ্ধে ম্যাচ জিতে, গোল করেও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি কেরালাইট তারকাকে। ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই তারকা বলেন, 'একজন পেশাদার ফুটবলার হিসেবে আমি আমার কাজ করেছি। দলকে জয় এনে দিয়েছি। যখন আমি ইস্টবেঙ্গলের হয়ে খেলতাম তখন ও নিজের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করতাম। এখন আমি ডায়মন্ড হারবার এফসির হয়ে খেলি। এখানেই আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। তাছাড়া আমি এই দলের অধিনায়ক। আমি দলকে লিড দিয়ে জয় এনে দিতে পেরে খুশি। আমরা আজ দলগত ফুটবল খেলতে পেরেছি। তাতেই সাফল্য এসেছে। এবার আমাদের নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে লড়াই করতে হবে। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত হব।' ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মূলত জবি ও গোলকিপার মিরশাদ মিচুর পারফরম্যান্সে ভর করেই জয় পায় অভিষেক বন্দোপাধ্যায়ের ক্লাব।
কেন গোল করে উচ্ছ্বাস করেননি জবি?
বুধবার তাঁর গোলের পর সতীর্থ ফুটবলারদের আনন্দ করতে দেখা গেলেও খুব একটা উচ্ছাস প্রকাশ করেননি জবি জাস্টিন। পাশাপাশি সতীর্থদের বেশি উচ্ছ্বাস প্রকাশ ক্রতেও বারণ করেন। এ নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের তরফে প্রশ্ন করা হলে এই তারকা বলেন, 'আমরা দল হিসেবে সেলিব্রেট করেছি। তাছাড়া আমি আমার প্রাক্তন দলকে যথেষ্ট শ্রদ্ধা করি। আমরা ফাইনাল ম্যাচ জেতার পর ট্রফি হাতে নিয়েই সেলিব্রেট করতে চাই। আগামী ২৩শে আগস্ট বিকেলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে ডুরান্ড কাপের ফাইনাল ম্যাচ। এখন সেদিকেই তাকিয়ে থাকবে সকলে।'