Indian Football Team: বাদ মোহনবাগানের সব ফুটবলার, বাংলাদেশ ম্যাচের আগে ২৩ জনের দল ঘোষণা ভারতের

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে হেরে, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়েছে ভারতের। আগামী ২৭ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে বাছাই পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। যদিও এই ম্যাচটি ভারতের কাছে শুধুই নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচটির জন্য বুধবার ২৩ জন ফুটবলারের সম্ভাব্য দল ঘোষণা করলেন খালিদ জামিল। তবে সেই দলে নেই কোনও মোহনবাগানের ফুটবলার।  

Advertisement
বাদ মোহনবাগানের সব ফুটবলার, বাংলাদেশ ম্যাচের আগে ২৩ জনের দল ঘোষণা ভারতেরভারতের ফুটবল দল (ফাইল চিত্র)

ঘরের মাঠে সিঙ্গাপুরের বিরুদ্ধে হেরে, এএফসি এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়েছে ভারতের। আগামী ২৭ নভেম্বর, বাংলাদেশের বিরুদ্ধে বাছাই পর্বের শেষ ম্যাচে খেলতে নামবে ভারত। যদিও এই ম্যাচটি ভারতের কাছে শুধুই নিয়মরক্ষার ম্যাচ। সেই ম্যাচটির জন্য বুধবার ২৩ জন ফুটবলারের সম্ভাব্য দল ঘোষণা করলেন খালিদ জামিল। তবে সেই দলে নেই কোনও মোহনবাগানের ফুটবলার।  

দলে আমূল বদল খালিদের
তবে এই দলে সবথেকে বেশি নজর কেড়েছে দুটি বিষয়। প্রথমত ২৩ জনের সম্ভাব্য দল থেকে বাদ পড়েছেন সুনীল ছেত্রী। দ্বিতীয়ত মোহনবাগান সুপার জায়েন্টের কোনও ফুটবলারকেই এই দলে ডাকেননি খালিদ জামিল। এই মরসুমে মোহনবাগানের পারফরম্যান্স খুব একটা আশানুরূপ নয়। আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হলেও, সদ্য সমাপ্ত সুপার কাপে একেবারেই ভাল ফুটবল খেলতে পারেননি সবুজ-মেরুন ফুটবলাররা। যদিও সূত্র মারফত খবর, ফিফা উইন্ডোর বাইরে জাতীয় শিবিরে ফুটবলার ডাকায়, আপাতত ফুটবলারদের ছাড়ার ঝুঁকি নেয়নি বাগান ম্যানেজমেন্ট।

ইস্টবেঙ্গল থেকে দলে কারা সুযোগ পেলেন?
অন্যদিকে সুনীল ছেত্রী দলে ডাক না পেলেও, সিনিয়র ফুটবলারদের মধ্যে সেই দলে রয়েছেন গুরপ্রীত সিং এবং সন্দেশ ঝিঙ্গনের মতো ফুটবলার। ইস্টবেঙ্গলের থেকে সুযোগ পেয়েছেন নাওরেম মহেশ সিং এবং আনোয়ার আলি। অপরদিকে গত অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিরুদ্ধে গোল করা রহিম আলি রয়েছেন দলে। ডাক পেয়েছেন এই মুহূর্তে অনূর্ধ্ব-২৩ দলে খেলা মহম্মদ সানানও।

দলে কারা জায়গা পেলেন?
গোলরক্ষক:
গুরপ্রীত সিং সান্ধু, হৃতিক তিওয়ারি, সাহিল।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ ইউমনাম, হামিংথানমাউইয়া রালটে, মুহম্মদ উভাইস, প্রমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিংগান।
মিডফিল্ডার: আশিক কুরুনিয়ন, ব্রাইসন ফার্নান্দেজ, লালরেমটলুয়াঙ্গা ফানাই, ম্যাকার্টন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ইরফান ইয়ান ওয়াদ, লালিয়ানজুয়ালা ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, বিক্রম প্রতাপ সিং।

POST A COMMENT
Advertisement