Kolkata Derby: আরজি কর-কাণ্ডের জের, বাতিল রবির ডার্বি, কে কত পয়েন্ট পাবে?

স্থগিত হয়ে গেল কলকাতা ডার্বি (Kolkata Derby)। রবিবার ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল (Mohun Bagan Super giant vs East Bengal)। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় গোটা কলকাতা শহর উত্তাল। এর মধ্যে ডার্বির মতো ইভেন্ট আয়োজন করা খুব সম্ভব নয়। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেনাবাহিনীর পক্ষ থেকে সবরকম চেষ্টা চালানো হলেও ডার্বি আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দেয় প্রশাসন। 

Advertisement
আরজি কর-কাণ্ডের জের, বাতিল রবির ডার্বি, কে কত পয়েন্ট পাবে?kolkata derby

স্থগিত হয়ে গেল কলকাতা ডার্বি (Kolkata Derby)। রবিবার ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বিতে মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান সুপার জায়েন্ট ও ইস্টবেঙ্গল (Mohun Bagan Super giant vs East Bengal)। আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) তরুণী ডাক্তারের মৃত্যুর ঘটনায় গোটা কলকাতা শহর উত্তাল। এর মধ্যে ডার্বির মতো ইভেন্ট আয়োজন করা খুব সম্ভব নয়। এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে। সেনাবাহিনীর পক্ষ থেকে সবরকম চেষ্টা চালানো হলেও ডার্বি আয়োজন করতে পারবে না বলে জানিয়ে দেয় প্রশাসন। 

কোন দল কত পয়েন্ট পাবে?
ম্যাচ না হলে, দুই দলই এক পয়েন্ট করে পাবে। ফলে শীর্ষে থাকার কারণে কোয়ার্টার ফাইনালে চলে যাবে সবুজ-মেরুন। আর দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলতে পৌঁছে যাবে লাল-হলুদও। এর ফলে নক আউট পর্বে ফের মুখোমুখি হতে পারে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। গত মরসুমেও ডুরান্ড কাপে দুইবার দুই দল মুখোমুখি হয়েছিল। গ্রুপ পর্বের ম্যাচে নন্দাকুমারের গোলে জিতেছিল ইস্টবেঙ্গল। তবে ফাইনালে বদলা নেয় মোহনবাগান।        

আরজি কর কান্ডে উত্তাল হয়েছে গোাটা দেশ। ১৪ আগস্ট রাতে রাত দখলের কর্মসূচির ডাক দিয়েছিলেন শহরের মহিলারা। সেখানে যোগ দিয়েছেন লক্ষাধিক মানুষ। শহরের গন্ডি ছাড়িয়ে তা গোটা রাজ্য ও গোটা দেশে ছড়িয়ে পড়ে সেই বিক্ষোভ। এর মাঝেই বেশ কয়েকজন দুষ্কৃতি আরজি কর হাসপাতালে হামলা চালিয়ে ভেঙে ফেলে জরুরী বিভাগ, ইএনটি বিভাগ। তছনচছ করে দেওয়া হয় প্রায় গোটা হাসপাতাল। এই সমস্ত কিছুর মাঝে দুই দলের সমর্থকরাই এক যোগে এই ঘটনার বিরোধিতা করতে চেয়েছিলেন গ্যালারিতে। সেই বিক্ষোভের আঁচ পেয়েই কি পুলিশ ডার্বি বাতিলের সিদ্ধান্ত নিল? 

রাত দখলের কর্মসূচির মাঝে এভাবে কেন আক্রমণ করা হল আরজি কর হাসপাতালে তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে তার পাশাপাশি প্রশ্ন উঠেছে এই উন্মত্ত দুষ্কৃতিদের কেন থামাতে পারল না পুলিশ তা নিয়েও উঠেছে প্রশ্ন। দায় ঝেড়ে ফেলতে পারেননি কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল।  

Advertisement

  

POST A COMMENT
Advertisement