Kolkata Derby: ভয়ঙ্কর মোহনবাগান Vs ইস্টবেঙ্গলের রক্ষণ, লাল-হলুদের দলে আজ কারা?

ডার্বি (Kolkata Derby) ম্যাচে নেই আনোয়ার আলি (Anwar Ali)। মাদিহ তালাল (Madiah Talal), সল ক্রেসপোর (Saul Crespo) পর আরও এক তারকার চোট সমস্যা বাড়িয়েছে অনেকগুণ। আর সেই কারণেই হাইলাইন ডিফেন্স ছেড়ে আল্ট্রা ডিফেন্সিভ মোডে ইস্টবেঙ্গল (East Bengal)। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) সাপ্লাই লাইন কাটার পাশাপাশি দুই উইং দিয়ে আক্রমণ আটকাতেও বদ্ধপরিকর লাল-হলুদ ডিফেন্স।

Advertisement
ভয়ঙ্কর মোহনবাগান Vs ইস্টবেঙ্গলের রক্ষণ, লাল-হলুদের দলে আজ কারা?ইস্টবেঙ্গল দল

ডার্বি (Kolkata Derby) ম্যাচে নেই আনোয়ার আলি (Anwar Ali)। মাদিহ তালাল (Madiah Talal), সল ক্রেসপোর (Saul Crespo) পর আরও এক তারকার চোট সমস্যা বাড়িয়েছে অনেকগুণ। আর সেই কারণেই হাইলাইন ডিফেন্স ছেড়ে আল্ট্রা ডিফেন্সিভ মোডে ইস্টবেঙ্গল (East Bengal)। মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) সাপ্লাই লাইন কাটার পাশাপাশি দুই উইং দিয়ে আক্রমণ আটকাতেও বদ্ধপরিকর লাল-হলুদ ডিফেন্স।

কোন রণনীতিতে দল সাজাচ্ছেন অস্কার?
অস্কার ব্রুজোর হাতে বিকল্প নেই। পাঁচ ডিফেন্সে নিজের গোলদুর্গ অক্ষত রাখাই লক্ষ্য লাল-হলুদ কোচের। সেক্ষেত্রে তিনজন স্টপারকে খেলিয়ে মাঝখানটা জমাট রাখতে চাইবেন তিনি। লালচুংনুঙ্গা ফিরছেন স্টপারে। সঙ্গে থাকবেন হেক্টর ইউস্তে ও হিজাজি মাহের। থাকবেন নিশুকুমারও। ব্লকিং-এর দায়িত্বে থাকবেন সৌভিক চক্রবর্তী ও জিকসন সিং। মিডফিল্ডে ক্যাপ্টেন ক্লেইটন সিলভার সঙ্গে পিভি বিষ্ণু। শনিবারের ম্যাচে প্রথম থেকেই দেখা যেতে পারে ডেভিডকে। তাঁর সঙ্গে ডিমানটাকস। 

অনেকটা পিছিয়ে থেকে খেলতে নামলেও, এই মরসুমে ইস্টবেঙ্গল বেশকিছু ভাল ম্যাচ খেলেছে। পিছিয়ে পড়েও বারবার খেলা ঘুরিয়ে দিয়েছে। আর সেটাই আশার আলো লাল-হলুদ সমর্থকদের কাছে। তবে জেসন কামিন্স, জেমি ম্যাকলরেন, দিমিত্রি পেত্রাতোস, মনবীর সিং, লিস্টন কোলাসোদের আটকাতে গেলে ৯০ মিনিট দাঁতে দাঁত চিপে লড়াই চালাতে হবে অস্কারের ছেলেদের। সেটাই বেশ কঠিন হতে পারে। ৯০ মিনিট টানা ডিফেন্স করে যাওয়া যে একেবারেই সহজ হবে না ইস্টবেঙ্গলের তা মুম্বই সিটি এফসি ম্যাচ থেকেই স্পষ্ট। প্রথমার্ধে জঘন্য ফুটবলের পাশাপাশি দ্বিতীয়ার্ধে কামব্যাক করেও সে ম্যাচ হারতে হয় শেষ মুহূর্তের ভুলে। 

২১ হাজার দর্শকের সামনে বড় লজ্জার হাত থেকে দলকে বাঁচানোই লক্ষ্য অস্কারের। সুপার সিক্সের আশা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে মুম্বই ম্যাচ হেরে যাওয়ার পরে। ফলে দলের মানসিকতাও তলানিতে। এই অবস্থা থেকে দলকে বের করে অন্তত এক পয়েন্ট নিশ্চিত করা। সেটা করতে পারলেই, নৈতিক জয় হবে লাল-হলুদের।    

Advertisement

POST A COMMENT
Advertisement