শনিবারের ডার্বির (Kolkata Derby) আগে যুবভারতীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ইস্টবেঙ্গলের (East Bengal)। সেই সময়ই 'গুপ্তচর' পাঠিয়ে দিল মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। অন্তত অভিযোগ এমনটাই। আইএফএ শিল্ডের (IFA Shield) ফাইনাল, তার উপর আবার ডার্বি। ইস্টবেঙ্গল কালো কাপড় বেধে ক্লোজ ডোর অনুশীলন চালাচ্ছিল। তবে তার মধ্যেই মোহনবাগান দলের এক তারকাকে দেখা গেল লাল-হলুদের অনুশীলনের নজর রাখতে।
কী ঘটেছে?
আসলে ইস্টবেঙ্গল যখন অনুশীলন করছে যুবভারতীর প্র্যাকটিস পিচে সেই সময়ই উল্টোদিকে হায়াতে ঘরের জানালা থেকে সেদিকে নজর দিতে দেখা যায় রবসন রবিনহোকে (Robson Robinho)। এর আগেও এমন ঘটনা দেখা গিয়েছে। ডার্বির আগে ইস্টবেঙ্গল অনুশীলনে নজর রাখেন মোহনবাগান ফুটবলাররা। তবে এবার অভিযোগ দলে সদ্য যোগ দেওয়া তারকার বিরুদ্ধে।
এর আগে অস্কার ব্রুজোর অধীনে খেলতেন রবসন। বসুন্ধরা কিংসে তাঁর সঙ্গী ছিলেন মিগুইয়েল। এবার সেই একদা কোচই প্রতিপক্ষ। তবে পুরনো হিসেব মনে না রেখেই লড়াইয়ের ময়দানে নামতে চাইছেন রবিনহো। দলের অনুশীলন শেষে সে কথাই বলে গেলেন সংবাদমাধ্যমের সামনে। তিনি বলেন, 'সামনেই বড় ম্যাচ। আমি তৈরি।'
প্রথম ডার্বির আগে কী বললেন রবিনহো?
বুধবার কিশোরভারতীতে ম্যাচের পর আলাদাভাবে পাওয়া গিয়েছিল তাঁকে। পুরোনো সতীর্থ মিগুয়েল ফিগেরা ও পুরোনো কোচ অস্কার ব্রুজোর বিরুদ্ধে কেরিয়ারের প্রথম কলকাতা ডার্বিতে নামতে চলেছেন ব্রাজিলীয় তারকা। এই নিয়ে আবেগ সরিয়ে রবসন বলেন, 'অতীত নিয়ে ভাবছি না। মাঠে কেউ বন্ধু নয়। শিল্ড ফাইনালের জন্য নিজেকে উজাড় করে দেব।' এর মধ্যে এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতের। সেই ধাক্কা কাটিয়ে অল্প সময়ের মধ্যেই মানসিকভাবে শনিবারের ডার্বি ফাইনালের প্রস্তুতি নেওয়া কতটা কঠিন? বাগানের জাতীয় দলের মিডিও আপুইয়ার উত্তর, 'এর আগেও বড় ম্যাচ খেলেছি। তাছাড়া অল্পসময়ের ব্যবধানে ক্লাব ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করার অভিজ্ঞতাও আছে। তাই পরিস্থিতিটা আমার কাছে নতুন নয়। ফলে অসুবিধাও নেই।'