Kolkata Derby: দলে নেই মনবীর, তবুও এগিয়ে মোহনবাগান; ডার্বিতে কাদের নামাবেন মলিনা?

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি। টিকিটের হাহাকার গোটা শহর জুড়ে। শনিবার বিকেলে ময়দানের দুই ক্লাবের রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটি ফুটবলপ্রেমীদের একটা টিকিটের জন্য কাতর আবেদন যেন মিলেমিশে একাকার হয়ে গেল। মোহনবাগান সমর্থকেরা যখন লম্বা লাইনে টিকিটের অপেক্ষায় প্রহর গুনছে, তখন সবার অলক্ষ্যে ইস্টবেঙ্গল বধের নীল নকশা তৈরি করে ফেললেন হোসে মলিনা। সবচেয়ে বড় সমস্যা, দলে নেই দুই তারকা।

Advertisement
দলে নেই মনবীর, তবুও এগিয়ে মোহনবাগান; ডার্বিতে কাদের নামাবেন মলিনা?মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ডার্বি। টিকিটের হাহাকার গোটা শহর জুড়ে। শনিবার বিকেলে ময়দানের দুই ক্লাবের রাস্তায় দাঁড়িয়ে থাকা প্রতিটি ফুটবলপ্রেমীদের একটা টিকিটের জন্য কাতর আবেদন যেন মিলেমিশে একাকার হয়ে গেল। মোহনবাগান সমর্থকেরা যখন লম্বা লাইনে টিকিটের অপেক্ষায় প্রহর গুনছে, তখন সবার অলক্ষ্যে ইস্টবেঙ্গল বধের নীল নকশা তৈরি করে ফেললেন হোসে মলিনা। সবচেয়ে বড় সমস্যা, দলে নেই দুই তারকা। 

ডার্বিতে খেলতে পারছেন না মনবীর সিং। নেই কিয়ান নাসিরিও। তবুও কুছ পরোয়া নেহি মনোভাব মোলিনার। দল গড়তে নিজের সেরা ফুটবলারদের উপরেই ভরসা রাখছেন তিনি। শনিবার মোহনবাগান মাঠে একেবারেই হালকা মেজাজে অনুশীলন সারলেন কামিন্স, জেমি ম্যাকলারেনরা। গত দু'দিনেই ম্যাচ প্র্যাক্টিস সেরে ফেলেছেন বাগান কোচ। তাই এদিন শুধুমাত্র ফিটনেস ট্রেনিং, সেট পিস এবং টাইব্রেকারের মহড়া সেরেই মাঠ ছাড়লেন মোহনবাগান ফুটবলাররা।

মোহনবাগান জার্সিতে বড় ম্যাচে বরাবরই নায়ক হয়েছেন দিমিত্রি পেত্রাতোস। তবে রবিবারের ডার্বিতে তিনি শুরু থেকে মাঠে নামবেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। শক্তিশালী লাল-হলুদ ব্রিগেডের বিরুদ্ধে মোলিনার দলের চমক হতে পাড়েন অভিজ্ঞ এই অজি ফুটবলার। এদিন অনুশীলন শেষে মাঠ ছাড়ার আগে দিমিত্রি বলেন, 'চেনা ডার্বিতে, চেনা ছবিই দেখতে পাচ্ছি। আমি আগেও এই আবেগের সম্মুখীন হয়েছি। এবারেও জেতার জন্য মরিয়া।' বড় ম্যাচে হোসে মোলিনার তুরুপের তাস হতে পারেন সাহাল আব্দুল সামাদ। চলতি ডুরান্ড কাপের শেষ দুই ম্যাচে যেভাবে ঝলক দেখিয়েছেন, তা বিপক্ষ ডিফেন্ডারের রাতের ঘুম কেড়ে নেবে। ডার্বিতে মাঠে নামার আগে সাহাল বললেন, 'এই একটা ম্যাচ ঘিরে সমর্থকদের প্রচুর প্রত্যাশা। সেই প্রত্যাশা পূরণ করার জন্যই আমাদের জিততে হবে।'

মোহনবাগান দলে কারা খেলবেন?
বিশাল কাইথ (গোলকিপার), টেকচাম অভিষেক সিং, আলবার্তো রদ্রিগেজ, আশিস রাই, মনভীর সিং, দীপক ট্যাংরি, অভিষেক সূর্যবংশী, পাসাং দর্জি তামাং, লিস্টন কোলাকো, সুহেল ভাট, অনিরুধ থাপা।

Advertisement

POST A COMMENT
Advertisement