ডার্বি (Kolkata Derby) হলেই যেন আরও বেশি করে জ্বলে ওঠে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আইএসএল (ISL) বা সিনিয়র পর্যায় তো বটেই, জুনিয়রদের ডার্বিতেও (Junior Derby) এ দৃশ্য প্রায় জলভাত হয়ে গিয়েছে সবুজ-মেরুন সমর্থকদের কাছে। বৃহস্পতিবারও দেখা গেল একই দৃশ্য। মহমেডান স্পোর্টিংকে (Mohammedan Sporting) ২-১ গোলে হারাল মোহনবাগান (Mohun Bagan)। এর ফলে ছোটদের লিগেও পয়েন্ট তালিকার শীর্ষে মোহনবাগান।
যেভাবে জিতল মোহনবাগান
এআইএফএফ-এর অনূর্ধ্ব-১৭ এলিট লিগে দারুণ জয় পেল মোহনবাগান। নিউ টাউনের মাঠে প্রথমার্ধে গোল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল করে এগিয়ে যায় মহমেডান। গোল করেন শেখ কায়ুব। তবে বেশি ক্ষণ সেই লিড স্থায়ী হয়নি। ৫৫ মিনিটে সমতা ফেরান লুনগৌলাল কিপগেন। তিন মিনিট পরে মহমেডানের তিতাস সর্দার আত্মঘাতী গোল করে প্রতিপক্ষকে এগিয়ে দেন। শেষ পর্যন্ত ২-১ গোলেই জেতে মোহনবাগান। ম্যাচের সেরা হন বাগানের কিপগেন।
কোন দলের পয়েন্ট কত?
৯ ম্যাচ খেলে মহনবাগানের পয়েন্ট ২০। দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি। ৮ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৭। অর্থাৎ, তারা পরের ম্যাচ জিতলে পয়েন্টের ভিত্তিতে মোহনবাগানকে ছুঁয়ে ফেলবে। তবে দেগি কার্ডোজোর দলের গোলপার্থক্য ২০। বেঙ্গল ফুটবল অ্যাকাডেমির পয়েন্ট ১৭। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। ৯ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৩। লাল-হলুদের গোলপার্থক্য -১। পাঁচ নম্বরে রয়েছে মহমেডান। ৯ ম্যাচ খেলে ৮ পয়েন্ট তাদের। তাদের গোলপার্থক্য -১০।
আইএসএল-এর লিগ শিল্ড জেতার পথে মোহনবাগান সুপার জায়েন্ট
আইএসএলে ধীরে ধীরে লিগ শিল্ড জয়ের দিকে এগিয়ে যাচ্ছে মোহনবাগান। ১৮ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। দ্বিতীয় স্থানে থাকা গোয়ার থেকে ৭ পয়েন্ট এগিয়ে তারা। গোয়া অবশ্য এক ম্যাচ কম খেলেছে। শনিবার মহমেডানকে হারাতে পারলে লিগ শিল্ডের দিকে আরও এক পা এগিয়ে যাবে হোসে মোলিনার দল। এবার মহমেডানকে হারাতে পারলে অঙ্ক আরও সহজ হয়ে যাবে মোহনবাগানের জন্য।