Kolkata Derby: মাঠ নিয়ে অভিযোগ, ডার্বি হেরে আর কী অজুহাত দিল মোহনবাগান?

ডার্বি হেরে কল্যাণীর মাঠের ঘাড়ে দায় চাপালেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ ডেগি কার্ডোজো। পাশাপাশি জানালেন সিনিয়র দলের ফুটবলার নয়, জুনিয়রদের বেশি খেলানোর কারণেই হারতে হয়েছে। ডার্বি হেরেও খুশি সবুজ-মেরুন কোচ। ম্যাচ শেষে ভাল ফুটবল খেলাই লক্ষ্য বলে জানিয়ে গেলেন গোয়ান কোচ।

Advertisement
মাঠ নিয়ে অভিযোগ, ডার্বি হেরে আর কী অজুহাত দিল মোহনবাগান?ডেগি কার্ডোজো

ডার্বি হেরে কল্যাণীর মাঠের ঘাড়ে দায় চাপালেন মোহনবাগান সুপার জায়েন্ট কোচ ডেগি কার্ডোজো। পাশাপাশি জানালেন সিনিয়র দলের ফুটবলার নয়, জুনিয়রদের বেশি খেলানোর কারণেই হারতে হয়েছে। ডার্বি হেরেও খুশি সবুজ-মেরুন কোচ। ম্যাচ শেষে ভাল ফুটবল খেলাই লক্ষ্য বলে জানিয়ে গেলেন গোয়ান কোচ। 

বলেন, 'আমার তরুণ খেলোয়াড়দের খেলার সময় দেওয়া এবং তাদের আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলা। আমরা চাই আমাদের খেলোয়াড়রা খেলার সময় পাক। যদি জয় হতো, তাহলে আমরা সিনিয়র দলের সঙ্গে অনুশীলন করা খেলোয়াড়দের ব্যবহার করতে পারতাম।
আমরা সবাইকে পেতাম। আমরা এটা করতে চাই না। আমরা ভাল ফুটবল খেলতে চাই।' 

এরপরেই কল্যাণী স্টেডিয়ামে প্রথমবার ডার্বি আয়োজন নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন। এত বড় ম্যাচ এভাবে হওয়া উচিত নয়। এর আগেও এ কথা বলেছেন তিনি। ডেগি বলেন, 'আমার মনে হয়েছে এই মাঠটা ডার্বির জন্য একেবারেই ভালো নয়।' তবে মোহনবাগান যেখানেই খেলতে নামুক জেতার জন্য নামে। যে ৫ হাজার সমর্থক কল্যাণী অবধি চলে গিয়েছিলেন শনিবার তাঁরা জয় দেখবেন বলেই গিয়েছিলেন। হতাশ হবেন বলে নয়। এরপর সবুজ-মেরুন কোচ যেন জার্সি বদলে ফেললেন। ইস্টবেঙ্গল কোচের মতোই দোষ চাপালে রেফারির ঘাড়ে। 

ডেগি বললেন, 'ভারতীয় রেফারিদের উপর মন্তব্য করতে চাই না কারণ আমরা যে ম্যাচ খেলি তাতেই রেফারিদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন আসে। তাই এটাই ভাল, তারা তাদের কাজ করুন আর আমরা আমাদের কাজ করি।' রেফারির সিদ্ধান্ত নিয়ে যদি প্রশ্ন ওঠে তবে বলতেই হবে, ম্যাচে লাল কার্ড দেখার মতোই অপরাধ করে ফেলেছিলেন দীপেন্দু বিশ্বাস। ডেভিডের মাথায় লাথি মেরে। যা দেখতে পাননি রেফারি।    

পাশাপাশি তাঁর দাবি মোহনবাগানই বেশি ভাল খেলেছে। বলেন, 'ফিটনেসের দিক থেকেও আমার মনে হয় আমরা ভাল জায়গায় ছিলাম। অভিজ্ঞতার দিক থেকে প্রতিপক্ষরা ভাল ছিল। তারপরও আমরা খুব ভাল ফুটবল খেলেছি। আমার মনে হয় আমাদের বেশিরভাগ পজেশন ছিল। এটা আমাদের জন্য খুব ভালো।'
 

Advertisement

POST A COMMENT
Advertisement