ছোটদের ডার্বিতেও (Kolkata Derby) হার ইস্টবেঙ্গলের (East Bengal)। অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগের ম্যাচে দেগি কার্ডোজোর কোচিং-এ জয় পেল মোহনবাগান সুপার জায়েন্টের (Mohun Bagan Super Giant) যুব দল। ম্যাচের ৭৭ মিনিটে আদিত্য মন্ডল ফ্রিকিক থেকে পাস পেয়ে গোল করে দলকে জয়ে এনে দেন। ইস্টবেঙ্গল ফের হারল যুব ডার্বিতেও (U-17 Youth League)। শনিবার আইএসএল-এর (ISL) ডার্বি হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে সরব হয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তবে এদিন ইয়ুথ লিগের ম্যাচে অবশ্য সে সমস্ত অভিযোগ শুনতে পাওয়া যায়নি।
দারুণ গোল আদিত্যর
ডিফেন্সে খেললেও গোল করার দক্ষতা যে তার আছে তা প্রমাণ করল আদিত্য। শুরু থেকেই আক্রমণের ঝড় তুললেও গোল আসছিল না। গত ম্যাচে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ১-১ গোলে ড্র করার পর, জয়ে ফিরতে মরিয়া ছিল মোহনবাগান। বড়দের মতো ছোটদের ডার্বিতেও সবুজ-মেরুনের দাপট অব্যহত। অনূর্ধ্ব-১৭ ইয়ুথ লিগে এখনও অবধি ছ'টা ডার্বি খেলা হয়েছে। যেখানে মোহনবাগান (Mohun Bagan) জিতেছে ৫টি ম্যাচ। আর ইস্টবেঙ্গল জিতেছে মাত্র একবার।
সিনিয়র দলের পর যুব দলেরও হার
সিনিয়র ডার্বি ম্যাচের ক্ষেত্রে হিসেব আরও ভয়ঙ্কর ইস্টবেঙ্গলের জন্য। ৯ ম্যাচে একটা ড্র। আর আটটা ম্যাচেই হার। টানা চোট-আঘাত সমস্যার সঙ্গে যুঝতে থাকা ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অবস্থা যে খারাপ তা প্রায় সকলেই জানেন। টানা ছয় ম্যাচ হারের পর অস্কার ব্রুজোকে কোচ করে আনা হয়। পরিস্থিতি কিছুটা উন্নত হলেও, কাঙ্খিত ফলের থেকে অনেকটাই দূরে লাল-হলুদ। ডার্বি জিততে পারছে না, সুপার সিক্সের আশাও ক্ষীণ। আর তার সঙ্গে এবার যুক্ত হল ইয়ুথ লিগে বিনো জর্জের ছেলেদের ব্যর্থতাও।
তাই ইস্টবেঙ্গল পাখির চোখ করছে গতবার জেতা সুপার কাপকে। পাশাপাশি এএফসি চ্যালেঞ্জ লিগ জেতার পর নতুন লড়াই অপেক্ষা করছে তাদের সামনে। আর তাই আইএসএল-এর আশা ছেড়ে দিয়ে এই টুর্নামেন্টেকেই লক্ষ্য করতে চাইছেন কোচ অস্কার।