তারিখ বদলের সম্ভাবনা প্রায় নেই। গঙ্গাসাগর মেলার জন্য ডার্বি কলকাতায় না হলেও, হবে অন্য কোনও রাজ্যে। তবে কোথায় হবে বাঙালির আবেগের বড় ম্যাচ তা নিয়েই চলছে জল্পনা। শুক্রবার এ নিয়ে আয়োজক মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে আলোচনা সারবে এফএসডিএল। এমনটাই সূত্রের খবর।
কেন সরছে ডার্বি?
বাঙালির আবেগ মোহনবাগান-ইস্টবেঙ্গলের এই ম্যাচ ভিন রাজ্যে চলে যাওয়ায় মন খারাপ ফুটবলপ্রেমীদের। তবে কী কারণে সল্টলেক স্টেডিয়াম থেকে সরছে ডার্বি ম্যাচ? আসলে, রাজ্যের ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, গঙ্গাসাগর মেলায় এবার প্রচুর নিরাপত্তা কর্মীর প্রয়োজন। ফলে ডার্বি ম্যাচে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
কেন তারিখ বদল করতে নারাজ এফএসডিএল?
আইএসএল-এর ঠাসা ক্রীড়াসূচি। ডার্বির মতো গুরুত্বপূর্ণ ম্যাচের উপর অনেক কিছুই নির্ভর করে। সেই কারণেই ম্যাচের দিন বদল করা সম্ভব নয়। আর তাই ম্যাচের ভেন্যু বদল করার চিন্তাভাবনা করছে এফএসডিএল। সেই কারণেই, মোহনবাগান সুপার জায়েন্টের কাছেই আইএসএল আয়োজকরা জানতে চেয়েছেন কোথায় তারা ম্যাচ খেলতে চান। আর সে ব্যাপারেই সবুজ-মেরুন কর্তাদের সঙ্গে কথা বলার কথা এফএসডিএল কর্তাদের।
কোথায় হতে পারে ডার্বি?
সূত্রের খবর ডার্বি হতে পারে জামশেদপুর অথবা ভুবনেশ্বরে। মোহনবাগানের হোম ম্যাচ হওয়ায়, সমর্থকরা যাতে সহজেই কলকাতা থেকে এই ম্যাচ দেখতে যেতে পারেন সে কারণেই পড়শি রাজ্যে এই ম্যাচ করার ভাবনা সবুজ-মেরুন কর্তাদের। সেক্ষেত্রে এই দুই নামই উঠে আসছে। সূত্রের খবর ভুবনেশ্বর ও জামশেদপুরের মধ্যে এগিয়ে আছে জামশেদপুরই। তবে ঠিক কোথায় হবে ডার্বি তা জানা যেতে পারে আজই। আর সেই কারণেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন দুই দলের সমর্থকরা।
দারুণ ছন্দে মোহনবাগান
হায়দরাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ গোলে জিতে নতুন বছর দারুণ শুরু করেছে মোহনবাগান। তারকা ফুটবলাররা গোলও পেয়েছেন। যা ডার্বির আগে নিঃসন্দেহে অক্সিজেন দেবে জোসে মলিনার টিমকে। অন্যদিকে ইস্টবেঙ্গল হায়দরাবাদে খেলতে গিয়ে ড্র করেছে। ডার্বির আগে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে লাল-হলুদ জয়ে ফিরতে পারে কিনা সেটাই দেখার।