Kolkata Derby: নিরাপত্তা না টিকিট বণ্টন সমস্যা? ধোঁয়াশা রেখেই পিছিয়ে গেল ডার্বি

১৭ জুলাই নয়, ২৬ জুলাই হবে কলকাতা লিগের ডার্বি। আগে জানা গিয়েছিল, পুলিশের আপত্তিতে ম্যাচ পেছতে পারে। বড় ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে করার মতো পরিকাঠামো নেই। তবে এবার জানা গেল, এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
নিরাপত্তা না টিকিট বণ্টন সমস্যা? ধোঁয়াশা রেখেই পিছিয়ে গেল ডার্বিকলকাতা লিগ ডার্বি

১৭ জুলাই নয়, ২৬ জুলাই হবে কলকাতা লিগের ডার্বি। আগে জানা গিয়েছিল, পুলিশের আপত্তিতে ম্যাচ পেছতে পারে। বড় ম্যাচ কল্যাণী স্টেডিয়ামে করার মতো পরিকাঠামো নেই। তবে এবার জানা গেল, এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারণ যাই হোক, আবার পিছিয়ে দিতে হল, ডার্বি। ডুরান্ড কাপের ডার্বিও এর আগেও শহরে করতে সমস্যায় পড়তে হয়েছে। আর এবার তো ডার্বির দিন ঘোষণা করা হল, লিগ শুরু হওয়ার পর। তা হলে কেন আবার বদলাতে হল দিন? তাও আবার ম্যাচের ৩ দিন আগে। টিকিটের দাম থেকে শুরু করে সবটাই হয়ে গিয়েছিল। জানানোও হয়েছিল, অনলাইনে টিকিট কাটলেও রিডিম করতে হবে না। গেটে থাকবে স্ক্যানার। এর পরেও বদলাতে হল ম্যাচের দিন। 

ডার্বির জন্য দুই দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। দুই দলেই এসেছেন সিনিয়র দলের কয়েকজন ফুটবলার। ডুরান্ড কাপও ২৩ জুলাই থেকে শুরু হয়ে যাবে। ২৩ জুলাই প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল খেলবে সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে। এই মাঠে এর আগেও প্রচুর ম্যাচ হয়েছে। আই লিগ, সন্তোষ ট্রফির ম্যাচ সফলভাবে হয়েছে কল্যাণীতে। তবে এবার কলকাতা লিগের ডার্বি কল্যাণীতে হওয়া নিয়ে সরব হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। কলকাতা লিগের ডার্বি কেন কলকাতার কাছে হবে না তা নিয়েই ক্ষোভ জানিয়েছিল সবুজ-মেরুন। তবে এরপর আপত্তি আসে প্রশাসনের পক্ষ থেকে। পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়ে দেয়। 

বৃহস্পতিবার ফের বৈঠকে বসা হয়। তারপর আইএফএ-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, 'নদীয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ  ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫ কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে  এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' 

Advertisement

POST A COMMENT
Advertisement