Kolkata Derby: ডার্বিতে চোট পেয়েছিলেন, BSS ম্যাচে খেলতে পারবেন সায়ন-জেসিন?

শনিবার ডার্বির নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়া হয়েছিল ইলিশ মাছ দিয়ে। পাশাপাশি ডার্বিতে শেষ কবে কোনও বাঙালি ম্যাচের সেরা হয়েছিলেন, তাও এক ঝটকায় মনে করা যাচ্ছে না। ডার্বিতে ম্যাচের সেরার পুরস্কার সায়ন উৎসর্গ করেছিলেন তাঁর বাবা-মাকে। গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা।

Advertisement
ডার্বিতে চোট পেয়েছিলেন, BSS ম্যাচে খেলতে পারবেন সায়ন-জেসিন?সায়ন বন্দোপাধ্যায় ও জেসিন টিকে

শনিবার ডার্বির নায়ক সায়ন বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেওয়া হয়েছিল ইলিশ মাছ দিয়ে। পাশাপাশি ডার্বিতে শেষ কবে কোনও বাঙালি ম্যাচের সেরা হয়েছিলেন, তাও এক ঝটকায় মনে করা যাচ্ছে না। ডার্বিতে ম্যাচের সেরার পুরস্কার সায়ন উৎসর্গ করেছিলেন তাঁর বাবা-মাকে। গ্যালারিতে উপস্থিত ছিলেন তাঁর বাবা-মা। ছেলের প্রশংসার পাশাপাশি তাঁকে আরও ভাল খেলার কথা বলেছেন তাঁরা। দীর্ঘ দিন পরে ছন্দে ফিরেছেন সায়ন। এই ছন্দ ধরে রাখাই তাঁর প্রধান পরীক্ষা। কিন্তু তার মাঝেই কোচ বিনো জর্জের কপালের চিন্তা বাড়িয়েছে সায়নের চোট।

কলকাতা লিগে ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ মঙ্গলবার বিএসএসের বিরুদ্ধে। ডার্বির এই সাফল্য ধরে রাখতে এই ম্যাচেও জয় যে খুব জরুরী তা ভালভাবেই জানেন বিনো জর্জ। ফলে এই ম্যাচে সায়নের মতো ফর্মে থাকা ফুটবলার খুব জরুরী ছিল। তবে বিএসএস ম্যাচে তাঁর খেলতে পারা নিয়ে রীতিমতো সংশয় রয়েছে। কল্যাণীতে কাদা মাঠে গোড়ালি মচকে চোট পান আসানসোলের সায়ন। জানা গিয়েছে, এখনও তাঁর গোড়ালিতে ফোলা ভাব রয়েছে। অল্প অল্প ব্যথাও রয়েছে। ফলে খুব জরুরি না হলে হয়তো মঙ্গলবার ম্যাচে খেলবেন না সায়ন। তবে সায়নকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সোমবার। 
 

পাশাপাশি জেসিন টিকের গোলেই ডার্বিতে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। তাঁকেও চোটের কারণে তুলে নিতে হয়েছিল। তাঁকেও মঙ্গলবারের ম্যাচে না পেলে ফের স্ট্রাইকার সমস্যা হতে পারে বিনোর ইস্টবেঙ্গলের। সেই সমস্যা কে মেটাবেন? তবে ডার্বি জিতে অনেকটাই চনমনে লাল-হলুদ। ফলে ভাল আক্রমণ উঠে এলে গোল তুলতে সমস্যা হবে না বলেই মনে করছেন তারা। 

এরই মধ্যে রবিবারই ইস্টবেঙ্গলের হয়ে খেলতে শহরে চলে এলেন মরক্কোর স্ট্রাইকার হামিদ আহদাদ। বিমানবন্দরে ইস্টবেঙ্গল সমর্থকদের উল্লাস, জয়ধ্বনি ছিল দেখার মতো। বাকি বিদেশিরা আগেই চলে এসেছিলেন। বাকি ছিলেন হামিদ। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের পরের ম্যাচ ৬ অগস্ট, নামধারী এফসির বিরুদ্ধে। সেই ম্যাচে পূর্ণশক্তির দল নিয়ে নামতে পারে ইস্টবেঙ্গল।

Advertisement

POST A COMMENT
Advertisement