Kolkata Derby: মাল্টিপ্লেক্সে বসে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ, কীভাবে টিকিট মিলবে ডার্বির? জেনে নিন

কলকাতা লিগের ডার্বির স্ক্রিনিং এবার ত্রিপুরায়। মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ইস্টবেঙ্গলের লড়াইয়ের উন্মাদনাকে আরও ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। প্রতিবেশি রাজ্য ত্রিপুরায় প্রচুর বাঙালি থাকেন। ঘটি-বাঙালের এই লড়াইয়ে সামিল হন তাঁরাও।

Advertisement
মাল্টিপ্লেক্সে বসে মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ, কীভাবে টিকিট মিলবে ডার্বির? জেনে নিনকলকাতা ডার্বি

কলকাতা লিগের ডার্বির স্ক্রিনিং এবার ত্রিপুরায়। মোহনবাগান সুপার জায়েন্ট বনাম ইস্টবেঙ্গলের লড়াইয়ের উন্মাদনাকে আরও ছড়িয়ে দিতে এই উদ্যোগ নিল বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা। প্রতিবেশি রাজ্য ত্রিপুরায় প্রচুর বাঙালি থাকেন। ঘটি-বাঙালের এই লড়াইয়ে সামিল হন তাঁরাও। তবে কলকাতায় এসে ডার্বি ম্যাচ দেখা সব সময় সম্ভব হয় না। তাছাড়া এবারের কলকাতা লিগের ডার্বি হচ্ছে কল্যাণী স্টেডিয়ামে। যেখানে মাত্র আট হাজার সাধারণ টিকিট ছাড়া হয়েছে। সেই টিকিটও প্রায় শেষ হওয়ার মুখে। সে কারণেই এ ব্যবস্থা করা হয়েছে আইএফএ-এর পক্ষ থেকে।

এবার মাল্টিপ্লেক্সে ডার্বি
অন্যদিকে ঘরোয়া লিগের ডার্বি দেখতে পাওয়া যাবে মাল্টিপ্লেক্সে। উদ্যোক্তাদের দাবি, সিনেমার পর্দায় ঘরোয়া লিগের ডার্বি ম্যাচ দেখানোর উদ্যোগ এই প্রথম। তবে সেটা বাংলায় নয়। আশ্চর্য হচ্ছেন? এটাই সত্যি। বাংলার সীমা ছাড়িয়ে ত্রিপুরাতে এই আয়োজন হতে চলেছে শনিবার। এই উপলক্ষে কলকাতা থেকে আগরতলায় উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় ফুটবলের দুই প্রাক্তন তারকা আলভিটো ডি’কুনহা ও রহিম নবিকে। আগরতলার মন্ত্রীবাড়ি রোডে অবস্থিত এমএল প্লাজার এসএসআর সিনেমাতে টিকিট কেটে শনিবার ডার্বি দেখার সুযোগ থাকছে ফুটবল প্রেমীদের। ঘরোয়া লিগ দেখানোর স্বত্ব রয়েছে এসএসইএন অ্যাপের কাছে। তাদের সঙ্গে যৌথ উদ্যোগে তারা কলকাতা লিগের ডার্বি দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। 

কত টাকা টিকিট?
টিকিটের দাম রাখা হয়েছে ৫০, ১০০ ও ১৫০ টাকা। যেখানে মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গেলে এর থেকে অনেক বেশি টাকার টিকিট কাটতে হয়। আর সেই কারণেই সাধ্যের মধ্যে রাকাহ হয়েছে টিকিটের দাম। 

কত টিকিট বাকি?
আপাতত মোহনবাগানের জন্য নির্দিষ্ট ব্লক ‘বি’, ব্লক ‘সি’ ও ব্লক ‘এ’-র টিকিট শেষ। কিছু টিকিট বাকি রয়েছে ইস্টবেঙ্গলের জন্য নির্দিষ্ট গ্যালারির। গোলপোস্টের ঠিক পিছনে ব্লক ‘এ’ গ্যালারি নির্দিষ্ট করা হয়েছে ইস্টবেঙ্গলের জন্য। আইএফএ কর্তাদের আশা এই পর্যায়ের বাকি টিকিটও দ্রুতই শেষ হয়ে যাবে। এই পর্বের টিকিট পুরো বিক্রি হয়ে গেলে আইএফএ সেই রিপোর্ট দেবে স্থানীয় পুলিশকে। তারপর ফের বাকি টিকিট এই অ্যাপেই ছাড়বে তারা। কল্যাণী স্টেডিয়ামে নিরাপত্তাজনিত কারণে এবার ঘরোয়া লিগের ডার্বি মাত্র দশ হাজার দর্শক দেখতে পারবেন মাঠে বসে। টিকিটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। ঘরোয়া লিগের ডার্বি আয়োজনে আইএফএ ত্রুটি রাখতে চাইছে না।     

Advertisement

POST A COMMENT
Advertisement