
Kylian Mbappeআচমকা অসুস্থ রিয়াল মাদ্রিদ তারকা ফুটবলার কিলিয়ান এমবাপে। গ্যাস্ট্রোএন্টেরাইটিসে আক্রান্ত তিনি। সেজন্য আমেরিকার এক হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।
রিয়াল মাদ্রিদের তরফে এই নিয়ে বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, 'আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপে গ্যাস্ট্রোএন্টেরাইটিসের আক্রান্ত। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।'
এখন ক্লাব বিশ্বকাপ চলছে। তার মাঝে এমবাপের অসুস্থতার খবরে অস্বস্তিতে ফ্যানরা। রিয়ালের পরের ম্যাচ রয়েছে রবিবার। সেই দিন উত্তর ক্যারোলিনার শার্লটে পাচুকার মুখোমুখি হবে তারা। এই ম্যাচ না জিতলে সমস্যায় পড়বে দল। কারণ, প্রথম ম্যাচে আল হিলালের বিরুদ্ধে ড্র করেছে মাদ্রিদ। এই অবস্থায় দ্বিতীয় ম্যাচ জিততে তারা মরিয়া। কিন্তু অসুস্থ এমবাপে সেই ম্যাচে খেলতে না পারলে চাপ বাড়বে দলের। যদিও মাদ্রিদ কর্তৃপক্ষের তরফে এই নিয়ে কিছু এখনও জানানো হয়নি।

যদিও এর আগে রিয়ালের কোচ জাবি আলোনসো জানিয়েছিলেন, রবিবার খেলানো হতে পারে এমবাপেকে। তিনি সেদিন বলেছিলেন, 'বুধবার সকালে এমবাপে আগের তুলনায় একটু ভালো অনুভব করছিল। তবে ওকে অনুশীলন করাইনি। আমরা আর একটু অপেক্ষা করে আগামীকাল সিদ্ধান্ত নেব।' এরপরই সামনে এল এমবাপের অসুস্থতা ও হাসপাতালে ভর্তির খবর।