scorecardresearch
 

Kylian Mbappe: এমবাপেকে নিতে বিশ্বরেকর্ড সৌদির ক্লাবের, টাকার অঙ্ক শুনলে হাঁ হবেন!

সৌদি প্রো লিগ ক্লাব আল হিলাল প্যারিস সেন্ট-জার্মেই-এর তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের জন্য ৩৩২ মিলিয়ন মার্কিন ডলারের বিশ্ব-রেকর্ড দর শুরু করেছে বলে জানা গেছে। পিএসজির সঙ্গে চুক্তির শেষ বছরে পদার্পণ করা ফরাসি ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান জল্পনা-কল্পনার মধ্যেই এই খবর এসেছে।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • সৌদি প্রো লিগ ক্লাব আল হিলাল প্যারিস সেন্ট-জার্মেই-এর তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের জন্য ৩৩২ মিলিয়ন মার্কিন ডলারের বিশ্ব-রেকর্ড দর শুরু করেছে বলে জানা গেছে।
  • পিএসজির সঙ্গে চুক্তির শেষ বছরে পদার্পণ করা ফরাসি ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান জল্পনা-কল্পনার মধ্যেই এই খবর এসেছে।

সৌদি প্রো লিগ ক্লাব আল হিলাল প্যারিস সেন্ট-জার্মেই-এর তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের জন্য ৩৩২ মিলিয়ন মার্কিন ডলারের বিশ্ব-রেকর্ড দর শুরু করেছে বলে জানা গেছে। পিএসজির সঙ্গে চুক্তির শেষ বছরে পদার্পণ করা ফরাসি ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে ক্রমবর্ধমান জল্পনা-কল্পনার মধ্যেই এই খবর এসেছে।

সৌদির লিগে সাম্প্রতিক কালে অনেক ফুটবলারকেই যোগ দিতে দেখা যাচ্ছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দিয়ে শুরু। তবে তিনি ফুটবলজীবনের শেষ প্রান্তে গিয়ে সৌদির ক্লাবে যোগ দিয়েছেন। তবে পরের মরসুম শুরুর আগে কেরিয়ারের মধ্যগগনে থাকা অনেকেই সৌদির বিভিন্ন ক্লাবে যোগ দিয়েছেন। কিন্তু এমবাপে এখন শুধু ফুটবলজীবনের সেরা ফর্মেই নয়, তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলারও বটে। ইউরোপের এমন নামী ফুটবলার যদি সৌদির মতো অখ্যাত লিগে চলে যান, তা হলে ইউরোপীয় ফুটবলের ক্ষেত্রে সেটা খুবই খারাপ বলে মত একাংশের।

পিএসজিতে এমবাপে প্রতি সপ্তাহে প্রায় ২ মিলিয়ন ইউরো উপার্জন করছেন বলে জানা গেছে। এমন খবর পাওয়া গেছে যে, যদি তিনি আরও একটি সিজন পিএসজিতে থাকেন, তাহলে তিনি ১০০ মিলিয়ন ইউরোরও বেশি উপার্জন করতে পারবেন।
সৌদি ক্লাবের সাহসী দরটি এমবাপ্পের সাথে আলোচনার জন্য তৈরি করা হয়েছে বলে জানা গেছে, যিনি রিয়াল মাদ্রিদ, চেলসি এবং নিউক্যাসল সহ বেশ কয়েকটি শীর্ষ-স্তরের ক্লাবের সাথে যুক্ত ছিলেন। তবে আল হিলাল ও এমবাপ্পের প্রতিনিধিদের মধ্যে এখনো কোনো কথা হয়নি।

আরও পড়ুন

জানা গেছে, এমবাপে কোনও মতেই আর পিএসজি-তে থাকতে চান না। পিএসজি-ও তাঁকে বিরাট অর্থে বিক্রি করে দিতে চাইছে। এমবাপেকে ১০ বছরে ৯২৩১ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। যদি তাতেও এমবাপে না রাজি হন এবং এ বছরের ৩১ জুলাইয়ের মধ্যে চুক্তিতে সই না করেন, তা হলে এক বছর বাকি থাকতেই তাঁকে বিক্রি করে দেওয়া হতে পারে। কারণ চুক্তি শেষ হয়ে যাওয়ার পর এমবাপে অন্য ক্লাবে গেলে পিএসজি কোনও টাকা পাবে না।

Advertisement

 

Advertisement