অষ্টম ব্যালন ডি অর মেসিরMessi Ballon d’Or: তিনিই পাবেন। গত কয়েকদিন ধরেই সেই আলোচনা করছিল ফুটবল বিশ্ব। আর সেটাই হল। প্যারিসের চোখ ধাঁধানো অনুষ্ঠান মঞ্চে উঠলেন। অষ্টম ব্যালন ডি’অর হাতে তুললেন লিওনেল মেসি।
দৌড়ে ছিলেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার এরলিং হ্যাল্যান্ড এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের ফরোয়ার্ড কাইলিয়ান এমবাপ্পেও। তবে তাঁদের পিছনে ফেলে দিলেন আর্জেন্টিনা ও ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল মেসি।
গত বছর কাতারে ফিফা বিশ্বকাপের ট্রফি তুলেছিলেন লিওনেল মেসি। গত মরসুমটাও মেসির দারুণ ছিল। ৫৫টি ম্যাচে ৩২টি গোল করেছেন। ২৫টি অ্যাসিস্ট করেছেন। পিএসজিকে ২০২২-২৩ মরসুমে লিগ ওয়ান শিরোপা জেতানোর পিছনে তাঁর একটি বড় অবদান ছিল। ইন্টার মিয়ামিকে লিগ কাপ জয়ের পথপ্রদর্শকও ছিলেন তিনি।
কাতার বিশ্বকাপ মেসির জন্য দুর্দান্ত ছিল। আর্জেন্টিনাকে তাদের তৃতীয় শিরোপা জিতিয়ে দেন তিনি। ৭ ম্যাচে ৩টি অ্যাসিস্ট দেন তিনি। মোট ৭টি গোল করেন। লুসাইল স্টেডিয়ামে এমবাপ্পের হ্যাটট্রিক সত্ত্বেও লাভ হয়নি।ফাইনালে মেসি জোড়া গোল করেন।
তাছাড়াও লিওনেল মেসি ফিফা বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে গ্রুপ স্টেজ, ফাইনাল 16, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেন।
এমবাপ্পে গত মরসুমে পিএসজির হয়ে ৪৩টি ম্যাচে ৪১টি গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছেন। হ্যালান্ড ৫৩টি ম্যাচে ৫২টি গোল দিয়েছেন। ৯টি অ্যাসিস্ট করেন। .