Messi On Mohun Bagan: মোহনবাগানকে শুভেচ্ছা জানালেন খোদ মেসি, শিল্ড জয়ের বার্তা এল LM 10-এর থেকে

সবুজ-মেরুনকে শুভেচ্ছা বার্তা দিলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার (Argentina) জার্সিতে সবুজ-মেরুনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ফুটবলের তারকা। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

Advertisement
মোহনবাগানকে শুভেচ্ছা জানালেন খোদ মেসি, শিল্ড জয়ের বার্তা এল LM 10-এর থেকেলিওনেল মেসি ও মোহনবাগান দল

দুই ম্যাচ বাকি থাকতেই মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) জিতে নিয়েছে লিগ শিল্ড (ISL League Shield)। একবার নয়, পরপর দুইবার লিগ শিল্ড এসেছে মোহনবাগানের। আর সে কারণেই সবুজ-মেরুনকে শুভেচ্ছা বার্তা দিলেন আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্টিনার (Argentina) জার্সিতে সবুজ-মেরুনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব ফুটবলের তারকা। সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

মোহনবাগানের জন্য কী বার্তা মেসির?
শোনা যাচ্ছে পরের বছর জানুয়ারি মাসেই কলকাতায় আসবেন এলএম টেন। সেই কারণেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বাঙালি উদ্যোগপতি শতদ্রু দত্ত। সেই সময়ই হোসে মলিনার দলকে শুভেচ্ছাবার্তা দেন মেসি। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে স্প্যানিশ ভাষায় মেসি লেখেন, 'অভিনন্দন মোহনবাগান' নীচে সইও করেন তিনি। 

শনিবার লিগের শেষ ম্যাচে নামছে চ্যাম্পিয়ন মোহনবাগান
লিগ পর্বের পর, নক আউটের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। আইএসএল ট্রফি জেতাই এখন তাদের লক্ষ্য। এর মধ্যেই, মেসির এই বার্তা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন দেবে শুভাশিস বসু, জেসন কামিন্সদের। নক আউটের লড়াইয়ের আগে ঘরের মাঠে এফসি গোয়া ম্যাচ।  সেই ম্যাচ শেষ হওয়ার পরেই লিগ শিল্ড তুলে দেওয়া হবে মোহনবাগানের হাতে। ফলে প্রচুর সমর্থক এই ম্যাচ দেখতে আসবেন যুবভারতীতে। সেই ম্যাচের আগে প্রথম কিছুক্ষণ বল পাসিংয়ের পর শুরু হয় মূল অনুশীলন। দুটি দলে ভাগ করিয়ে বেশ কিছুক্ষণ আক্রমণ এবং রক্ষণকে মজবুত করার অনুশীলন করালেন জোসে মলিনা। দল দেখে যেটা বোঝা গেল ঘরের মাঠে পরবর্তী এফসি গোয়া ম্যাচে হয়ত টম অ্যালড্রেড এবং আলবার্তো জুটিকে দিয়েই শুরু করাতে পারেন মলিনা। 

মেসির শুভেচ্ছাবার্তা লেখা জার্সি।
মেসির শুভেচ্ছাবার্তা লেখা জার্সি।

গোয়া ম্যাচে কারা খেলতে পারেন?
কার্ড সমস্যার জন্য গোয়া ম্যাচে নেই অধিনায়ক শুভাশিস বসু। সেই জায়গায় আশিক কুরুনিয়ানকেও শুরু করাতে পরেন তিনি। এই ম্যাচে হয়তো মাঝমাঠে ফিরছেন আপুইয়া রালতে। আক্রমণভাগে কখনও দিমিত্রি-কামিন্স আবার কখনও দিমিত্রি-গ্রেগ জুটিকে খেলালেন মলিনা। এবার শনিবারের ম্যাচে কী রকম দল মোহনবাগান কোচ মাঠে নামান সেদিকেও নজর থাকবে সমর্থকদের। 

Advertisement

POST A COMMENT
Advertisement