Lionel Messi: ২০২৬-এর বিশ্বকাপে খেলবেন? বড় জল্পনা উস্কে দিলেন মেসিই

ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেও বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়ে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ভেনেজুয়েলা ম্যাচের আগে আর্জেন্টাইন সুপারস্টার জানিয়ে দেন, এটাই দেশের মাটিতে তাঁর শেষ ম্যাচ। আর আজ সকালে ম্যাচের পর তিনি যা জানালেন তাতে আরও মন খারাপ হতে পারে তাঁর ভক্তদের।

Advertisement
২০২৬-এর বিশ্বকাপে খেলবেন? বড় জল্পনা উস্কে দিলেন মেসিই  লিওনেল মেসি

ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেও বিশ্বকাপ (FIFA World Cup 2026) খেলার ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়ে দিলেন লিওনেল মেসি (Lionel Messi)। ভেনেজুয়েলা ম্যাচের আগে আর্জেন্টাইন সুপারস্টার জানিয়ে দেন, এটাই দেশের মাটিতে তাঁর শেষ ম্যাচ। আর আজ সকালে ম্যাচের পর তিনি যা জানালেন তাতে আরও মন খারাপ হতে পারে তাঁর ভক্তদের।

কী বললেন মেসি?
ভেনেজুয়েলা ম্যাচে ৩-০ গোলে জেতার পর মেসি বলেন, ' আমি চেষ্টা করছি ফিট থাকতে। সর্বোপরি, নিজের সাথে সৎ থাকার চেষ্টা করছি। যখন আমি ভালো বোধ করি, তখন আমি উপভোগ করি। কিন্তু যখন শরীর ভাল থাকে না, তখন সত্যি বলতে, আমি তা উপভোগ করি না। যদি তাই হয়, তবে আমি সেখানে না থাকাই পছন্দ করি।' আমেরিকায় আগামী বছরেই বিশ্বকাপ। সেখানে তিনি খেলবেন কিনা তা নিয়ে বলতে গিয়ে মেসি বলেন, 'দেখা যাক। বিশ্বকাপ নিয়ে আমি এখনও কোনও সিদ্ধান্ত নিইনি। ম্যাচ অনুসারে, আমি মরসুম শেষ করব, তারপর প্রাক-মরসুম খেলব, এবং ছয় মাস পরে, আমি দেখব আমার কেমন লাগছে। আশা করি আমি এই এমএলএস মরসুমটি শক্তিশালীভাবে শেষ করতে পারব, ২০২৬ সালে একটি ভালো প্রাক-মরসুম কাটাতে পারব এবং তারপরে সিদ্ধান্ত নেব।' 

২০২৬-এর বিশ্বকাপে খেলবেন মেসি?
তবে ঘরের মাঠে জয় দিয়ে শেষ করতে চেয়েছিলেন মেসি। তিনি বলেন, 'এখানে (দেশের মাটিতে) এভাবে শেষ করার স্বপ্ন দেখেছি সব সময় নিজের দেশে, নিজের মানুষদের সঙ্গে নিয়ে এটার স্বপ্ন ছিল।’ মেসির কাছে জানতে চাওয়া হয়েছিল, ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না? উত্তর এসেছে, ‘দেখা যাক।’ তবে তিনি আরও জানিয়েছেন, 'ভালো না লাগলে সেখানে (বিশ্বকাপে) না থাকাটাই আমার পছন্দ। দেখা যাক কী হয়, বিশ্বকাপে খেলা নিয়ে এখনো সিদ্ধান্ত নিইনি।’

এদিনের ম্যাচে আর্জেন্টিনার করা ৩ গোলের মধ্যে ২টোই মেসির। হ্যাটট্রিক করতে পারতেন। তবে শেষ গোলটা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। এই গোলটা হয়ে গেলে, এই ম্যাচটা আরও স্মরনীয় হয়ে থাকতে পারত।
 
এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে এটাই লিওনেল স্কালোনির দলের শেষ ম্যাচ এবং সেটা হবে ইকুয়েডরে। মেসি জানিয়েছেন, বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার এই শেষ ম্যাচে তিনি খেলবেন না।

Advertisement

POST A COMMENT
Advertisement