Lionel Messi In Kolkata: মেসিকে দেখতে চাইলে ইডেনে কত টাকা টিকিট? ডিসেম্বরেই আসছেন LM10

চলতি বছরের ডিসেম্বরে কলকাতায় আসছেন লিওনেল মেসি। তাঁকে সামনে থেকে দেখতে স্বাভাবিক ভাবেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। বিশ্বকাপ জেতা এমিলিয়ানো মার্টিনেজকে দেখতে ভিড় উপচে পড়েছিল শহরের বিভিন্ন জায়গায়। আর এবার আসছেন মেসি। ফলে উন্মাবনা যে আরও বাড়বে তা বলাই যায়।

Advertisement
মেসিকে দেখতে চাইলে ইডেনে কত টাকা টিকিট? ডিসেম্বরেই আসছেন LM10লিওনেল মেসি ইডেন গার্ডেন্স

চলতি বছরের ডিসেম্বরে কলকাতায় আসছেন লিওনেল মেসি। তাঁকে সামনে থেকে দেখতে স্বাভাবিক ভাবেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। বিশ্বকাপ জেতা এমিলিয়ানো মার্টিনেজকে দেখতে ভিড় উপচে পড়েছিল শহরের বিভিন্ন জায়গায়। আর এবার আসছেন মেসি। ফলে উন্মাবনা যে আরও বাড়বে তা বলাই যায়। তবে মেসিকে দেখতে গেলে টিকিট কাটতে হবে ভক্তদের। কীভাবে সেই টিকিট কাটবেন? বা টিকিটের দামই বা কত হবে? তা জানার আগ্রহ রয়েছে প্রায় সকলের।

কোথায় কোথায় যাবেন মেসি?
মুম্বই ও দিল্লিতেও মেসিকে ঘিরে একাধিক অনুষ্ঠান হওয়ার কথা। এখনও পর্যন্ত যা খবর, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত মেসি ভারতে থাকবেন। মেসির সঙ্গে ইডেন গার্ডেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাও করবেন। ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বইয়ে। সেখানে GOAT কনসার্টে অংশ নেবেন। এরপর ১৫ ডিসেম্বর দিল্লিতে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে অংশ নেবেন GOAT কনসার্টে। কলকাতায় ফিরে ইডেনে আসবেন মেসি। ৬৮ হাজার দর্শক দেখতে পাবেন তাঁকে। জানা গিয়েছে, ১ ঘণ্টা ২০ মিনিট ইডেনে থাকবেন মেসি। ইডেন গার্ডেন্সে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখাও করবেন তিনি।

কত টাকা দিতে হবে টিকিট কাটতে?
এখনও পর্যন্ত বিভিন্ন ব্লকের টিকিটের সম্পূর্ণ মূল্য নির্ধারিত হয়নি বলে খবর। তবে সূত্রের দাবি, টিকিটের দাম বেশ চড়া হতে পারে। সেক্ষেত্রে  ন্যুনতম দাম রাখা হতে পারে সাড়ে তিন হাজার টাকা। কবে, কোথা থেকে টিকিট পাওয়া যাবে, তা নিয়েও এখনও কোনও খবর পাওয়া যায়নি।

লিওনেল মেসি
লিওনেল মেসি

এর আগেও শহরে এসেছেন মেসি
২০১১ সালে প্রথমবার কলকাতায় এসেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচ খেলেছিলেন। সেটা আরও একটা কারণে স্পেশাল। কারণ সেটাই ছিল, ক্যাপ্টেন হিসেবে দেশের জার্সিতে তাঁর প্রথম ম্যাচ। সে ম্যাচে তিনি গোল পাননি। তবে তাঁর খেলা দেখতে উন্মাদনা দেখা গিয়েছিল। আর এখন তো মেসি সুপারস্টার। জিতেছেন বিশ্বকাপও ফলে তাঁকে দেখতে যে কাতারে কাতারে মানুষ আসবেন তা বলাই যায়।    

Advertisement

সই করা জার্সি পাঠিয়েছেন মেসি
এর আগে মমতা বন্দোপাধ্যায়কে তাঁর সই করা জার্সি পাঠিয়েছেন মেসি। জার্সি সহ আইএসএল জেতায় শুভেচ্ছাবার্তাও এসেছে মোহনবাগান ক্লাবে। বাংলার ক্রিকেট আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছেও এসেছে মেসির শুভেচ্ছা জানানো টি শার্ট। 
 

POST A COMMENT
Advertisement