Lionel Messi In Kolkata: 'এখানে আসা সম্মানের', কলকাতায় এসে প্রথম প্রতিক্রিয়া মেসির, ৭০ ফুটের মূর্তি উন্মোচন

শেষবার এই শহর তাঁকে দেখেছিল আর্জেন্টিনার ক্যাপ্টেন হিসেব। সেটা ছিল ক্যাপ্টেন হিসেবে তাঁর প্রথম ম্যাচ। আর এবার তিনি এলেন গোট হিসেবে। কলকাতায় তাঁর আসার খবর শোনার পর থেকেই মেসি জ্বরে কাঁপছে গোটা শহর। আর সেই ঝড় আছড়ে পড়ল যুবভারতীতে। এর আগে শ্রীভূমি স্পোর্টিং-এর সামনে তাঁর ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন মেসি।

Advertisement
'এখানে আসা সম্মানের', কলকাতায় এসে প্রথম প্রতিক্রিয়া মেসির, ৭০ ফুটের মূর্তি উন্মোচন শাহরুখ খান, লিওনেল মেসি

শেষবার এই শহর তাঁকে দেখেছিল আর্জেন্টিনার ক্যাপ্টেন হিসেব। সেটা ছিল ক্যাপ্টেন হিসেবে তাঁর প্রথম ম্যাচ। আর এবার তিনি এলেন গোট হিসেবে। কলকাতায় তাঁর আসার খবর শোনার পর থেকেই মেসি জ্বরে কাঁপছে গোটা শহর। আর সেই ঝড় আছড়ে পড়ল যুবভারতীতে। এর আগে শ্রীভূমি স্পোর্টিং-এর সামনে তাঁর ৭০ ফুটের মূর্তি উদ্বোধন করেন মেসি।   

হোটেলে থেকে ভার্চুয়ালি তিনি মূর্তি উন্মোচন করেন। এটা এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় মেসির মূর্তি। সেখানে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান। সঙ্গে ছিল তাঁর পুত্র আবরাম খান। মেসির সঙ্গে ছবি তোলে সে। নিজের মূর্তি উন্মোচন করে মুগ্ধ মেসি। মেসির এই মূর্তি নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিদেশে মেসির একাধিক ফ্যান ক্লাবের পক্ষ থেকে এই মূর্তির ছবি শেয়ার করা হয়। জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো মেসির এই মূর্তির ছবি শেয়ার করেন। অনেক আগেই মেসির মূর্তির ছবি সামনে এলেও এ বার মেসি নিজে সেই মূর্তি দেখলেন।

নিজের মূর্তি দেখে কী বললেন মেসি?
নিজের মূর্তি দেখে মুগ্ধ হয়েছেন তিনি। বলেন, ‘আমাকে এই স্বীকৃতি দেওয়ার জন্য ধন্যবাদ। এখানে আসা সম্মানের ও আনন্দের। আমি খুব খুশি এখানে আসতে পেরে। এই মুহূর্তটা সমর্থকদের সঙ্গে ভাগ করতে পেরে ভালো লাগছে। আর্জেন্তিনা দলের প্রতি এই শহরের ভালোবাসা আছে।’ পাশাপাশি মূর্তির প্রশংসা করেছেন মেসি।

সেই অনুষ্ঠানে মেসির সঙ্গে দেখা করেন শাহরুখ খান। গত কাল মেসি শহরে আসার আগে শাহরুখ খান শহরে চলে আসেন। তিনি আগে পোস্ট করে জানিয়েছিলেন এ বার তিনি শহরে আসবেন নাইট রাইডার্স না, মেসির জন্য। কথামতো এলেন তিনি।

মেসিকে দেখার জন্য রাত থেকে সমর্থকদের ভিড়। প্রথমে বিমানবন্দর, এর পর হোটেল ও তার পর স্টেডিয়ামে ভিড় করেন সমর্থকরা। মেসি স্টেডিয়ামে আসার অনেক আগে স্টেডিয়ামের বাইরে লাইন করেন সমর্থকরা।

Advertisement

POST A COMMENT
Advertisement