Lionel Messi in Kolkata: মোদীর সঙ্গে দেখা করবেন মেসি, কলকাতায় মমতার সংবর্ধনাও, আসছেন LM10

ভারত সফরে কলকাতাই হবে মেসির ফার্স্ট স্টপ। মেসির এই সফরের নাম দেওয়া হয়েছে, 'GOAT Tour of India 2025'।  ওই সফরেই ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে মেসির। 

Advertisement
মোদীর সঙ্গে দেখা করবেন মেসি, কলকাতায় মমতার সংবর্ধনাও, আসছেন LM10লিওনেল মেসি, নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়
হাইলাইটস
  • সল্টলেকে স্টেডিয়ামে খেলেছিলেন মেসি
  • দুর্গাপুজোয় মেসিকে ঘিরে আরেকটি চমক
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে সংবর্ধনা দেবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পারেন তারকা ফুটবলার লিওনেল মেসি। যদি সব কিছু ঠিক থাকে, তাহলে ডিসেম্বর মাসেই ভারত সফরে কলকাতায় আসছেন মেসি। কলকাতা থেকে তিনি যাবেন আহমেদাবাদ, মুম্বই ও দিল্লি। 

আগামী ১২ ডিসেম্বর কলকাতায় আসছেন আর্জেন্টিনার তারকা। সংবাদ সংস্থা PTI জানিয়েছে, ভারত সফরে কলকাতাই হবে মেসির ফার্স্ট স্টপ। মেসির এই সফরের নাম দেওয়া হয়েছে, 'GOAT Tour of India 2025'।  ওই সফরেই ১৫ ডিসেম্বর নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে মেসির। 

সল্টলেকে স্টেডিয়ামে খেলেছিলেন মেসি

২০১১ সালে কলকাতায় এসেছিলেন মেসি। FIFA ফ্রেন্ডলি ম্যাচে ভেনিজুয়েলার বিরুদ্ধে খেলেছিল আর্জেন্টিনা। ওই ম্যাচটি হয়েছিল কলকাতার যুবভারতীয় ক্রীড়াঙ্গনে। মেসির সফরের মূল আয়োজক শতদ্রু দত্ত জানিয়েছেন, ১২ ডিসেম্বর রাতে মেসি কলকাতায় নামবেন। ১৩ ডিসেম্বর সকালে তাঁর প্রথম অনুষ্ঠান তাজ বেঙ্গলে। সেখানে হবে এক বিশেষ মিট-অ্যান্ড-গ্রিট, সঙ্গে থাকছে খাবারের উৎসব। মেসি আর্জেন্টাইন হার্বাল চা মাতে পছন্দ করেন। তাই আর্জেন্টিনা আর অসমের চায়ের ফিউশন পরিবেশন করা হবে। এছাড়াও ইলিশ-সহ নানা বাঙালি মাছ ও মিষ্টির আয়োজন থাকবে।

দুর্গাপুজোয় মেসিকে ঘিরে আরেকটি চমক

দিনের সবচেয়ে বড় আকর্ষণ হবে মেসির মূর্তি উন্মোচন। এরপর সন্ধ্যায় হবে ‘GOAT কনসার্ট’ এবং ‘GOAT কাপ’। ইডেন গার্ডেন্স বা সল্টলেক স্টেডিয়াম, দুটো ভেন্যুই বিবেচনায় রাখা হয়েছে। এবারের দুর্গাপুজোয় মেসিকে ঘিরে আরেকটি চমক থাকছে। ২৫ ফুট উঁচু ও ২০ ফুট চওড়া একটি বিশাল মুরাল তৈরি হবে। ভক্তরা সেখানে ছবি আঁকতে বা বার্তা লিখে রাখতে পারবেন। পরে সেই মুরাল মেসিকে উপহার দেওয়া হবে তাঁর কনসার্টের সময়।

২০১১ সালে সল্টলেক স্টেডিয়ামে ভেনিজুয়েলা বনাম আর্জেন্টিনা ম্যাচে মেসি -- ফাইল ছবি
২০১১ সালে সল্টলেক স্টেডিয়ামে ভেনিজুয়েলা বনাম আর্জেন্টিনা ম্যাচে মেসি -- ফাইল ছবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে সংবর্ধনা দেবেন

‘GOAT কাপ’-এ মেসির সঙ্গে খেলবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ভাইচুং ভুটিয়া, জন আব্রাহাম এবং লিয়েন্ডার পেজ। সাত জনের এই বিশেষ ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। টিকিট শুরু হতে পারে ৩,৫০০ টাকা থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেসিকে সংবর্ধনা দেবেন বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

Advertisement

আদানি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দেবেন মেসি

১৩ ডিসেম্বর রাতে মেসি যাবেন আহমেদাবাদে, আদানি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে যোগ দিতে। এরপর ১৪ ডিসেম্বর মুম্বই, যেখানে সিসিআই ব্রেবোর্নে মিট-অ্যান্ড-গ্রিট, কনসার্ট এবং GOAT কাপ আয়োজন করা হবে। সেখানে বিশেষ আকর্ষণ থাকবে প্যাডেল খেলা। মেসি কিছুক্ষণ এই খেলাতেও অংশ নেবেন, সঙ্গে থাকতে পারেন শাহরুখ খান ও লিয়েন্ডার পেজ।

মুম্বইতে আরও একটি পরিকল্পনা হয়েছে, ‘GOAT ক্যাপ্টেনস মোমেন্ট’। সেখানে মেসির সঙ্গে মঞ্চ ভাগ করতে পারেন শচীন তেন্ডুলকর, এমএস ধোনি ও রোহিত শর্মা। বলিউড থেকেও আসবেন রণবীর সিং, আমির খান ও টাইগার শ্রফ। ১৫ ডিসেম্বর মেসি পৌঁছবেন দিল্লি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ফিরোজ শাহ কোটলায় অনুষ্ঠিত হবে কনসার্ট ও GOAT কাপ। বিরাট কোহলি ও শুভমান গিলও থাকতে পারেন সেই অনুষ্ঠানে।

নিরাপত্তার দিক থেকে আয়োজকরা খুবই সতর্ক। কলকাতা পুলিশ কমিশনার জানিয়েছেন, কোনওরকম ত্রুটি রাখা হবে না। সব মিলিয়ে কলকাতা ও ভারতীয় ভক্তদের জন্য মেসির সফর এক বিশাল উৎসবে পরিণত হতে চলেছে।

POST A COMMENT
Advertisement