ক্যাম্প ন্যু-তে মেসিএক সময় তাঁর নামের জয়ধ্বনিতে ফেটে যেত বার্সেলোনার হোম গ্রাউন্ড। কত শত সোনার স্মৃতি তিনি উপহার দিয়েছেন এই মাঠে। আর নিজের সেই সাম্রাজ্যেই তিনি গেলেন চুপি চুপি। কাউকে কিছু না বলে। একবারে ফাঁকা স্টেডিয়ামে। ঠিকই ভাবছেন। আর্জেন্টিনা ও বার্সেলোনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির কথাই বলছি।
২০২১ সালে চোখের জলে বার্সেলোনা থেকে বিদায় নিয়েছিলেন লিও। কেউই ভাবতে পারেননি যে নিজের প্রিয় ক্লাব ছেড়ে যাবেন তিনি। যদিও পরিস্থিতির চাপে পড়ে মানুষকে অনেক অপ্রিয় সিদ্ধান্তই নিতে হয়। মেসির মতো অতিমানবও তার থেকে ছাড় পান না।
আর দল ছেড়ে যাওয়ার পর তিনি রবিবার রাতে প্রথমবারের জন্য গেলেন ক্যাম্প ন্যু। সেই দৃশ্য সামনে আসার পরই ফ্যানেদের মনে জেগে উঠেছে পুরনো স্মৃতি। পাশাপাশি নতুন একটা জল্পনাও তৈরি হয়েছে। কিছু মানুষ মনে করছেন, বার্সেলোনায় ফিরতে পারেন মেসি। তাই আবার তিনি ঘরের মাঠে এলেন।
মেসি নিজেই ঘটনার কথা শেয়ার করেন
রাতে চুপি চুপি মাঠে যাওয়ার ঘটনার বিষয়টি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেই শেয়ার করে দেন মেসি। তিনি সেখানে লেখেন, 'গত রাতে আমি সেখানে ফিরে গিয়েছিলাম যেই জায়গাকে আমার হৃদয় সবসময় মিস করে। এমন একটি জায়গা, যেখানে আমি সবসময় খুশি থাকি।...'
তিনি কী ফিরছেন ক্লাবে?
মেসিকে বার্সেলোনাতে দেখার পরই ফ্যানেরা নতুন করে আশায় বুক বাঁধছে। তাঁরা ভাবতে শুরু করেছে 'নাম্বার ১০' হয়তো আবার ফিরতে চলেছেন ক্লাবে। তাঁকে আবার বার্সার জার্সি পরেই দেখা যাবে।
এই প্রশ্নের উত্তরটা নিজের মুখেই দিয়েছেন মহাতারকা। মেসি বলেন, 'আমি আশা করি একদিন ফিরতে পারব, কেবল একজন খেলোয়াড় হিসাবে বিদায় জানাতে নয়, যেমনটি করার সুযোগ আমি পাইনি।'
অর্থাৎ এই বিষয়টা নিয়ে নিশ্চিত করে কিছুই জানালেন না মেসি। তবে তিনি যে ফিরতে পারেন, সেটার আভাস দিয়ে রাখলেন। আর ফ্যানেদের জন্য এটাই যথেষ্ট।
কেন বার্সা ছেড়ে যান?
এক সময় মেসির ঘরবাড়ি ছিল বার্সেলোনা। এই ক্লাবকে ঘিরেই তাঁর জীবন আবর্তিত হতো। সব বড় ট্রফিই তিনি ক্লাবকে এনে দিয়েছেন। বার্সার জার্সি গায়ে করেছেন ৬৭২টি গোল।
যদিও ২০২১ সালের অগাস্ট মাসে ক্লাব থেকে বিদায় নেন তিনি। আসলে সেই সময় বার্সা খুবই অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল। যার ফলে কন্ট্র্যাক্ট রিনিউ করা সম্ভব হয়নি। তাই ক্লাব থেকে বিদায় নিয়ে প্যারিস সাঁজা-তে যান মেসি। সেখান থেকে ইন্টার মিয়ামিতে।
যদিও বার্সার দিনগুলি তিনি ভুলে যাননি। তাই তিনি ফিরলেন আবার সেই মাঠে।