Lionel Messi: World Cup Football 2026 কি খেলবেন? বলে দিলেন মেসি

২০২৬-এর বিশ্বকাপে অন্তত তাঁকে খেলতে দেখা যাবে। এমনটা ভেবেই নিশ্চিন্তে ছিলেন তাঁর ফ্যানরা। তবে এবার মেসির কথাতেই সংশয়ে তাঁরা। বিশ্বকাপের ড্র-এর মাত্র কয়েকঘন্টা আগে অবসর জল্পনা ফের উস্কে দিলেন এলএম১০। মেসি এখনও বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত। আবার একই সঙ্গে সাবধানীও। বলন, 'বিশ্বকাপে খেলতে পারলে দারুণ হবে। তবে ঘরে বসেও লাইভ খেলা দেখতে পারি। সেটাও অবশ্য দারুণ।'

Advertisement
World Cup Football 2026 কি খেলবেন? বলে দিলেন মেসি লিওনেল মেসি

২০২৬-এর বিশ্বকাপে অন্তত তাঁকে খেলতে দেখা যাবে। এমনটা ভেবেই নিশ্চিন্তে ছিলেন তাঁর ফ্যানরা। তবে এবার মেসির কথাতেই সংশয়ে তাঁরা। বিশ্বকাপের ড্র-এর মাত্র কয়েকঘন্টা আগে অবসর জল্পনা ফের উস্কে দিলেন এলএম১০। মেসি এখনও বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত। আবার একই সঙ্গে সাবধানীও। বলন, 'বিশ্বকাপে খেলতে পারলে দারুণ হবে। তবে ঘরে বসেও লাইভ খেলা দেখতে পারি। সেটাও অবশ্য দারুণ।'

আর তাঁর এই কথার পরেই শুরু হয়েছে আশঙ্কা। কোপা আমেরিকা, লা লিগা, চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ, ফাইনালেসিমা, ব্যালেন ডি'ওর কী নেই তাঁর ট্রফি ক্যাবিনেটে। মেসি বলছেন, 'বিশ্বকাপ সব ফুটবলারের কাছেই আলাদা অনুভূতি। বিশেষত আর্জেন্টিনার কাছে।' ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে লিও জানিয়েছেন, তিনি ২৬ বিশ্বকাপ খেলতে চান। কোচ লিওনেল স্কালোনির সঙ্গেও তাঁর কথা হয়েছে। তারপরও ফিটনেস সমস্যার কারণ হতে পারে। লিও-র কথায়, 'আগেও বলেছি, পরের বছর বিশ্বকাপে খেলা আমার একটা স্বপ্ন। আশা করি খেলতে পারব। এ নিয়ে কোচের সঙ্গেও কথা হয়েছে। সবচেয়ে খারাপ হতে পারে, আমি হয়তো বাড়িতে বসে খেলা দেখলাম। তবে সেটাও আমার কাছে বিশেষ অনুভূতি হবে।' 

তবে তিনি না থাকলেও, আর্জেন্টিনা দলের ক্ষমতা রয়েছে বিশ্বকাপ জেতার। এমনটাই মনে করেন মেসি। ২৬-এর বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা সম্পর্কে তারকা ফুটবলার বলেন, 'আমাদের দলে অসাধারণ কিছু খেলোয়াড় রয়েছে। সকলেই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। মানসিক ভাবে শক্তিশালী, যারা সব ট্রফি জিততে চায়। স্কালোনি আসার পর দল আরও চাঙ্গা হয়েছে। সকলেই নিজেদের উজাড় করে দেয়।'

৪ সেপ্টেম্বর শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে জোড়া গোল করে দলকে জেতান। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। তারপর থেকেই তাঁর অবসর নিয়ে কথা হচ্ছে ফুটবল বিশ্বে। লিও নিজেও একাধিকবার সেই জল্পনা উসকে দিয়েছেন। ইন্টার মায়ামির জার্সিতে দারুণ পারফর্ম করলেও বিশ্বকাপ খেলা নিয়ে এখনও নিশ্চিত নন তিনি।

Advertisement

POST A COMMENT
Advertisement