নিজের মতো করেই ছেলেকে তৈরি করেছেন লিওনেল মেসি (Lionel Messi)। ভবিষ্যৎ কী হবে তা বলা এখনই সম্ভব নয়। তবে থিয়েগো মেসির (Thiago Messi) ভবিষ্যৎ যে দারুণ উজ্জ্বল তা এখনই বলে দেওয়া যায়। বাবার মতোই ইন্টার মিয়ামিতে (Inter Miami) খেলতে থাকা থিয়েগো হ্যাটট্রিক সহ মোট ১১ গোল করে ফেলেছেন। অনূর্ধ্ব-১৩ দলের খেলতে খেলতেই আলোচনার কেন্দ্রে থিয়েগো।
একাই ১১ গোল থিয়েগোর
বুধবার মিয়ামির জার্সিতে দুরস্ত ফুটবল উপহার দিয়েছে থিয়াগো। অনুর্ধ ১৩ মেজর লিগ সকারের ম্যাচে আটলান্টাকে ১২-০ হারিয়েছে মিয়ামি। এর মধ্যে হ্যাটট্রিক সহ একাই ১১ গোল করেছে মেসি পুত্র। ম্যাচের প্রথমার্ধেই ৩ গোল এসেছে থিয়াগোর পা থেকে। দ্বিতীয়ার্ধে করেন বাকি ৬ গোল। ৮১ মিনিটে মায়ামির হয়ে আরও একটি গোল করেছে দিয়েগো লুনা জুনিয়র। বাবার জুতোয় পা গলানো সহজ নয়। আর সেই বাবা যদি হন লিওনেল মেসি, তাহলে জুতো পরে হাঁটা আরও কঠিন। থিয়াগো ছোট্ট ছোট্ট পায়ে এগোচ্ছে।
এবার সেই ধারা তিনি বজায় রাখতে পারেন কিনা সেটাই দেখার। থিয়াগো তাঁর বাবার মতোই দলের হয়ে ১০ নম্বর জার্সি পরে খেলে। থিয়াগো মেসির জন্ম ২ নভেম্বর ২০১২ সালে। তার আরও দুই ভাই রয়েছে। তার বাবা লিওনেল মেসি এবং মা আন্তোনেলা রোকুজ্জো ২০০৯ সালে প্রথমবারের মতো তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন।
২০২২-এ বিশ্বকাপ জিতেছেন মেসি
২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্তিনাকে নেতৃত্ব দিয়ে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপেও তিনি দলকে নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে, এবং এরপরই হয়তো তিনি অবসর ঘোষণা করতে পারেন তিনি। তারপর বিশ্ব ফুটবলে থিয়েগো যুগ শুরু হয় কিনা সেটাই এখন দেখার।
ভারতে আসতে পারেন লিওনেল মেসি
এদিকে, ভারতীয় ভক্তদের জন্যও রয়েছে দারুণ খবর। এ বছর মেসির ভারত সফরের সম্ভাবনা রয়েছে। সম্প্রতি কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান কোঝিকোড়ের এক অনুষ্ঠানে ঘোষণা করেন, ‘২৫ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সাত দিন মেসি কেরালায় থাকবেন। শুধু প্রীতি ম্যাচ খেলাই নয়, তিনি একটি পাবলিক মঞ্চে বিশ মিনিটের জন্য উপস্থিত থাকবেন, যেখানে সকলেই তাকে দেখতে পারবেন।’
এর আগে একবার আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছিলেন মেসি। বর্তমানে তিনি মেজর লিগ সকারে কেরিয়ারের শেষ পর্যায়ে সময় কাটাচ্ছেন। তার অর্জনের ঝুলিতে রয়েছে ৮টি ব্যালন ডি’অর, ৮টি ফিফা বেস্ট প্লেয়ার পুরস্কার এবং ৪৫টি শিরোপা, যার মধ্যে রয়েছে ১২টি বিগ ফাইভ লিগ ট্রফি, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি কোপা আমেরিকা এবং ১টি বিশ্বকাপ।