২০২৬-এর জানুয়ারি মাসে লিওনেল মেসি (Lionel Messi) আসতে পারেন কলকাতায় (kolkata)। তিন দিনের সফরে মেসি কলকাতায় আসতে পারেন বলে জানা যাচ্ছে। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, আর্জেন্টিনাকে বিশ্বকাপ (FIFA World Cup 2022) জেতানো এই তারকা কলকাতায় আসতে চলেছেন। শেষ পর্যন্ত সেই খবরে শিলমোহর পড়তে চলেছে বলে সূত্রের খবর।
শুক্রবার মেসির সঙ্গে দেখা করেন শতদ্রু দত্ত। এদিন রাতেই সেই ছবি পোস্ট করেন বাঙালি উদ্যোগপতি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মেসি কলকাতায় আসছেন সেটা বিরাট খবর কলকাতার ফুটবলপ্রেমীদের জন্য। এই শহর মেসির জন্য সবসময় স্পেশাল। কারণ, ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচে প্রথমবার আর্জেন্টিনার ক্যাপ্টেনের দায়িত্ব হাতে পেয়েছিলেন তিনি। শতদ্রুর পোস্টে মেসির কলকাতা সফর নিশ্চিত হওয়ার মতো কোনও তথ্য নেই, তবুও তাঁর উচ্ছ্বাস ফুটবলপ্রেমীদের আশাবাদী করে তুলেছে। চলতি বছর আর্জেন্তিনা জাতীয় দল কেরলে একটি ম্যাচ খেলতে আসতে পারে বলে জানা গেছে, তবে মেসি সেই দলে থাকবেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তাঁকেও কলকাতায় এনেছিলেন শতদ্রু। এর আগে মারাদোনাকে, ব্রাজিলের কাফুকেও শহরে এনেছেন তিনি। তা হলে মেসিই বা নন কেন! বিশেষ করে মেসির সঙ্গে তাঁর দেখা করা এবং ৪৫ মিনিটের আলোচনার পর আশার আলো দেখাই যায়।
দার্জিলিং টি মেসিকে উপহারও দেন বাংলার এই উদ্যোগপতি। শুধু তাই নয়। সঙ্গে মা দুর্গার ছবি উপহার দেন। সব কিছু ঠিকঠাক হলে, সামনের বছর জানুয়ারিতে কলকাতায় আসতে পারেন মেসি। তার আগে কেরলে জাতীয় দলের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে আসার সম্ভাবনাও আছে।
দীর্ঘ ৪৫ মিনিট বাংলার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর সঙ্গে কথা বলেন মেসি। তাঁর সন্তানের সঙ্গে স্মরণীয় মুহূর্তও কাটান মেসি। লিওকে নিয়ে এখন থেকেই যেন কলকাতার ফুটবল প্রেমীদের স্বপ্ন দেখার শুরু।