লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোফিফা বিশ্বকাপ (FIFA World Cup 2025) শুরু হতে খুব বেশিদিন বাকি নেই। এটাই হয়ত শেষ বিশ্বকাপ হতে চলেছে লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়নো রোনাল্ডোর (Cristiano Ronaldo) জন্য। দুই তারকা কি মুখোমুখি হবেন এই বিশ্বকাপে? ফের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবেন আর্জেন্টিনা (Argentina) ও পর্তুগালের (Portugal) দুই তারকা? এমনটা হলে সেটা হয়ত এবারের বিশ্বকাপের সেরা ম্যাচ হতে পারে। ফাইনালে এই লড়াই হলে তো কথাই নেই।
কোন কোন গ্রুপে রয়েছে আর্জেন্টিনা এবং পর্তুগাল?
এই টুর্নামেন্টের গ্রুপ জে'তে রয়েছে আর্জেন্টিনা। এই গ্রুপে বাকি তিনটে দল হল আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডন। অন্য়দিকে, গ্রুপ কে'তে রয়েছে পর্তুগাল। এই গ্রুপের বাকি ৩ দল হল -- উজবেকিস্তান, কলম্বিয়া এবং ফিফা প্লে-অফ ১ জয়ী দল। এবার গ্রুপ পর্বে যদি আর্জেন্টিনা এবং পর্তুগাল শীর্ষস্থান দখল করতে পারে, তাহলেই কোয়ার্টার ফাইনালে মেসি বনাম রোনাল্ডো লড়াই দেখতে পাওয়া যাবে। যদি একটা দলও পিছলে যায়, সেক্ষেত্রে সমর্থকরা অবশ্যই আশাহত হবেন। তবে গ্রুপ দেখে যা মনে হচ্ছে, এটা হওয়া সম্ভব। বিশেষত দুই দলই যে ধরণের ফর্মে আছে, তাতে এমনটা মনে করা যেতেই পারে। ফলে সমর্থকরা আশা করতেই পারেন।
কীভাবে মুখোমুখি হতে পারেন রোনাল্ডো-মেসি
ফাইনালে তো এমনটা হতেই পারে। তবে তার আগে এই দুই দল মুখোমুখি হতে পারে কোন অঙ্কে? আর্জেন্টিনাকে গ্রুপ জে-তে শীর্ষস্থানে থাকতে হবে। যদি পর্তুগাল গ্রুপ কে-তে প্রথম হয়, তবে কোয়ার্টার ফাইনালে দুই দলের মুখোমুখি হবে। অন্যদিকে, যদি আর্জেন্টিনা তাদের গ্রুপে জয়ী হয় এবং পর্তুগাল রানার্স-আপ হিসেবে বা সেরা তৃতীয় স্থানাধিকারী দলগুলোর একটি হিসেবে যোগ্যতা অর্জন করে, তবে সেমিফাইনালে তাদের মধ্যে মহারণ হতে পারে।
অর্থাৎ বোঝাই যাচ্ছে, অন্তত দুই ক্ষেত্রে ফাইনাল ছাড়াও মুখোমুখি হতে পারেন দুই তারকা ফুটবলার। ফলে এবারের বিশ্বকাপ দারুণ লড়াই হতে পারে।