Lionel Messi: কলকাতার হাঙ্গামার পরেও কি ভারতে আসবেন? জানিয়ে দিলেন মেসি

গোট ট্যুরে কলকাতায় এসে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয়েছিল লিওনেল মেসিকে। তবে ঠিক তার পরেই দেখা গিয়েছে হায়দরাবাদ, মুম্বই আর দিল্লির ছবি। সেখানে দারুণভাবেই আয়োজিত হয় ইভেন্ট। আর সেই ইভেন্টের শেষ দিনে মেসি জানিয়ে দিলেন, তিনি ফের কলকাতায় আসতে চান। 

Advertisement
কলকাতার হাঙ্গামার পরেও কি ভারতে আসবেন? জানিয়ে দিলেন মেসিলিওনেল মেসি

গোট ট্যুরে কলকাতায় এসে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়তে হয়েছিল লিওনেল মেসিকে। তবে ঠিক তার পরেই দেখা গিয়েছে হায়দরাবাদ, মুম্বই আর দিল্লির ছবি। সেখানে দারুণভাবেই আয়োজিত হয় ইভেন্ট। আর সেই ইভেন্টের শেষ দিনে মেসি জানিয়ে দিলেন, তিনি ফের কলকাতায় আসতে চান।   

ক্রিকেট বিশ্বকাপের টিকিট দেওয়া হল লিওনেল মেসিকে। ভারত বনাম আমেরিকার ম্যাচের টিকিট তুলে দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। কলকাতা, হায়দরাবাদ ও মুম্বইয়ের পর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠানে অংশ নেন মেসি। আর্জেন্টাইন তারকাকে দেখার জন্য স্টেডিয়ামটি ভিড় করেন সাধারণ ভক্তরা। মেসি নিজেও তাঁর ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসায় অভিভূত হয়েছিলেন। আর্জেন্টিনার তারকা ফুটবলার রদ্রিগো ডি পল এবং উরুগুয়ের কিহ্বদন্তি লুইস সুয়ারেজও মেসির সাথে উপস্থিত ছিলেন।

অরুণ জেটলি স্টেডিয়ামে, লিওনেল মেসি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান জয় শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ডিডিসিএ (দিল্লি জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন) সভাপতি রোহান জেটলির সঙ্গে দেখা করেন। শাহ মেসিকে ভারতীয় ক্রিকেট দলের ১০ নম্বর জার্সি উপহার দেন। শাহ, লুইস সুয়ারেজকে ৯ নম্বর জার্সি এবং রদ্রিগো ডি পলকে ৭ নম্বর জার্সি উপহার দেন।

আইসিসি চেয়ারম্যান লিওনেল মেসিকে ভারতীয় ক্রিকেটারদের স্বাক্ষরিত একটি ক্রিকেট ব্যাটও উপহার দেন। মেসিকে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়। আর সেই সময়ই তাঁর হাতে তুলে দেওয়া হয় বিশ্বকাপের টিকিট। 

আমি আবার ভারতে ফিরে আসব: লিওনেল মেসি
লিওনেল মেসি বলেন, 'আমি আগে থেকেই জানতাম আমরা ভারতে প্রচুর ভালোবাসা পেয়েছি, কিন্তু সরাসরি তা অনুভব করা ছিল সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। গত কয়েকদিন ধরে আপনারা আমাদের জন্য যা কিছু করেছেন তা অসাধারণ, পাগলামির চেয়ে কম কিছু নয়। আপনাদের সকলের ভালোবাসার জন্য আবারও ধন্যবাদ। আমরা অবশ্যই ভারতে ফিরে আসব, হয়তো ম্যাচ খেলতে বা অন্য কোনও অনুষ্ঠানে। তবে একটি জিনিস নিশ্চিত: আমরা আসব।'

Advertisement

লিওনেল মেসিকে মাঠে তরুণ খেলোয়াড়দের সাথে ফুটবল খেলতে দেখা গেছে। তারা সম্ভবত কোনও ফুটবল একাডেমির তারকা ছিলেন। লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলকেও মেসিকে সমর্থন করতে দেখা গেছে। মেসি যখন খেলছিলেন, তখন অরুণ জেটলি স্টেডিয়াম আনন্দে ভরে ওঠে। মেসি মিনার্ভা অ্যাকাডেমির তরুণ খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন এবং তাদের সঙ্গে ছবিও তোলেন।

POST A COMMENT
Advertisement