Lionel Messi- PM Narendra Modi : মেসির সঙ্গে সাক্ষাৎ করবেন PM নরেন্দ্র মোদী এবং বিরাট কোহলি, কবে-কোথায়?

মেসি তাঁর সফরের চতুর্থ তথা শেষ পর্যায়ে ১৫ ডিসেম্বর দিল্লিতে থাকবেন। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। সেখানেই আসার কথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির।

Advertisement
মেসির সঙ্গে সাক্ষাৎ করবেন PM নরেন্দ্র মোদী এবং বিরাট কোহলি, কবে-কোথায়?  Narendra Modi,Lionel Messi,Virat Kohli
হাইলাইটস
  • মেসির সঙ্গে সাক্ষাৎ করবেন PM নরেন্দ্র মোদী এবং বিরাট কোহলিও
  • সোমবারই সাক্ষাতের সম্ভাবনা

হায়দরাবাদে রাহুল গান্ধী দেখা করেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে। সব কিছু ঠিক থাকলে সোমবার আর্জেন্টিনার ফুটবলারের সঙ্গে সাক্ষাৎ হতে পারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিরাট কোহলি ও মেসির সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। তার আগে আজ অর্খাৎ রবিবার বাণিজ্য নগর মুম্বইয়ে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। 

মেসি তাঁর সফরের চতুর্থ তথা শেষ পর্যায়ে ১৫ ডিসেম্বর দিল্লিতে থাকবেন। রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে একটি প্রদর্শনী ম্যাচে অংশ নেবেন। সেখানেই আসার কথা ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি বিরাট কোহলির। তারপর অন্য এক অনুষ্ঠানে মোদীর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা এলএম টেনের। 

কলকাতার অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলার পর এখন আরও বেশি সতর্ক দিল্লি পুলিশ। দিল্লির পরিস্থিতি যাতে কলকাতার মতো না হয়, সেজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠান সফল করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। মেসিকে দেখার জন্য হাজার হাজার ফুটবল ভক্ত অরুণ জেটলি স্টেডিয়ামে জড়ো হবেন বলে আশা করা হচ্ছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিকের মতো ম্যাচের সময় ভিড় ব্যবস্থাপনায় দিল্লি পুলিশের অভিজ্ঞতা রয়েছে। তাই মেসির অনুষ্ঠান চলাকালীন কোনও সমস্যা হওয়ার সম্ভাবনা খুবই কম।  

মেসির ১৫ তারিখের সূচি 

G.O.A.T কাপ প্রদর্শনী ম্যাচের স্থান: অরুণ জেটলি স্টেডিয়াম 
সময়: আনুমানিক দুপুর ১:৩০টা 
গেট খোলার সকাল ১১:৩০টা 
অতিথি: বিরাট কোহলি 
টিম: মিনার্ভা একাডেমির অনূর্ধ্ব ১৪/১৫ দল, ৯ বনাম ৯ ম্যাচ


ব্যক্তিগত সাক্ষাৎ এবং শুভেচ্ছা বিনিময়ের (প্রত্যাশিত) সময়: 
আনুমানিক বিকেল ৪:৩০টে
প্রথম সভার অতিথি: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 
দ্বিতীয় সভার অতিথি: ভারতের সিডিএস এবং সিজেআই 

মেসির এই অনুষ্ঠান সফল করতে দিল্লি পুলিশের আধিকারিকরা লাগাতার উচ্চ পর্যায়েচ বৈঠক করছেন। ভিড় সামলাতে ও নিরাপত্তা জনিত কারণে সোমবার ট্র্যাফিক ডাইভারশন থাকবে দিল্লিতে। তার জেরে আইটিও, দিল্লি গেট এবং রাজঘাট ক্রসিংয়ের আশেপাশে তীব্র যানজট হতে পারে। ট্র্যাফিক ব্যবস্থাপনার জন্য অরুণ জেটলি স্টেডিয়ামের চারপাশে পুলিশ মোতায়েন করা হবে।

Advertisement

মেসির দিল্লি সফরের জন্য ত্রীস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে। আধাসামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি ৩,০০০ এরও বেশি দিল্লি পুলিশ কর্মী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু করেছে প্রশাসন। 

POST A COMMENT
Advertisement