Messi In India: শতদ্রু, গোয়েঙ্কা ও মূর্তি, বাড়ি ফিরে কলকাতা নিয়ে কী লিখলেন মেসি? ইনস্টা পোস্ট

একই সঙ্গে ভারতের মাটিতে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদও প্রকাশ করেন এলএম১০। মেসির এই সফর, যা ‘Messi GOAT Tour’ নামেও পরিচিত। যাকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিভিন্ন শহরে তাঁকে একঝলক দেখার জন্য ভিড় জমান হাজার হাজার সমর্থক। মাঠের বাইরেও যে ভারতে মেসির জনপ্রিয়তা তুঙ্গে, তা এই সফরেই আরও একবার প্রমাণিত হয়েছে।

Advertisement
শতদ্রু, গোয়েঙ্কা ও মূর্তি, বাড়ি ফিরে কলকাতা নিয়ে কী লিখলেন মেসি? ইনস্টা পোস্ট
হাইলাইটস
  • মেসির ভারত সফর এদেশের ফুটবলপ্রেমীদের কাছে এক স্বপ্নপূরণের মতোই ছিল।
  • চারদিনে চার শহর ঘুরে সফর শেষ করে নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতের জন্য একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন আর্জেন্টিনার মহাতারকা (Messi In India)।

মেসির ভারত সফর এদেশের ফুটবলপ্রেমীদের কাছে এক স্বপ্নপূরণের মতোই ছিল। চারদিনে চার শহর ঘুরে সফর শেষ করে নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতের জন্য একটি আবেগঘন বার্তা শেয়ার করলেন আর্জেন্টিনার মহাতারকা (Messi In India)। সেই পোস্টে উঠে এসেছে ভারতীয় সমর্থকদের ভালোবাসা, আতিথেয়তা এবং সফরের নানা অভিজ্ঞতার কথা। ইনস্টাগ্রাম পোস্টে মেসি দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় (Messi in Kolkata) পাওয়া উষ্ণ অভ্যর্থনার জন্য ভারতবাসীদের ধন্যবাদ জানান। তিনি লেখেন, 'নমস্তে, ইন্ডিয়া! দিল্লি, মুম্বই, হায়দরাবাদ ও কলকাতায় গিয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা হয়েছে। এই সফর জুড়ে যে উষ্ণ আতিথেয়তা ও ভালোবাসা পেয়েছি, তার জন্য সকলকে ধন্যবাদ।'

একই সঙ্গে ভারতের মাটিতে ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশাবাদও প্রকাশ করেন এলএম১০। মেসির এই সফর, যা ‘Messi GOAT Tour’ নামেও পরিচিত। যাকে ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। বিভিন্ন শহরে তাঁকে একঝলক দেখার জন্য ভিড় জমান হাজার হাজার সমর্থক। মাঠের বাইরেও যে ভারতে মেসির জনপ্রিয়তা তুঙ্গে, তা এই সফরেই আরও একবার প্রমাণিত হয়েছে।

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

গত শুক্রবার ভোররাতে কলকাতায় আসেন মেসি। শনিবার সকালে তিনি যান যুবভারতী ক্রীড়াঙ্গনে। হাজার হাজার দর্শক টিকিট কেটে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তাঁকে দেখার আশায়। যদিও মাঠে মেসির উপস্থিতি ছিল মাত্র কয়েক মিনিটের। নির্ধারিত স্টেডিয়াম ল্যাপও সম্পন্ন হয়নি। এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে, গ্যালারি থেকে মাঠে নামেন দর্শকদের একাংশ, ছোড়া হয় চেয়ার ও বোতল, ছেঁড়া হয় ব্যানার। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় এবং শেষ পর্যন্ত মেসিকে দ্রুত স্টেডিয়াম ছাড়তে হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে বিবিসি (BBC), দ্য গার্ডিয়ান (The Guardian), স্পেনের মার্কা (Marca) থেকে ফ্রান্সের ল’ইকুইপ (L’Equipe) প্রায় সব প্রথম সারির আন্তর্জাতিক সংবাদমাধ্যমেই যুবভারতীর বিশৃঙ্খলার ছবি উঠে আসে। কোথাও ‘চেয়ার উড়ে যাওয়া’, কোথাও ‘ক্ষুব্ধ সমর্থকদের প্রতিবাদ’, আবার কোথাও ‘মিসম্যানেজমেন্ট’-এর তীব্র সমালোচনা। সুর ছিল সর্বত্রই কড়া।

Advertisement

কলকাতা থেকে মেসি এরপর যান হায়দরাবাদে (Messi In Hyderabad)। সেখানে মাঠে নেমে খেলেন তিনি। তাঁর সফরসঙ্গী লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পলও খেলায় অংশ নেন। এরপর মুম্বই ও দিল্লি, এই তিন শহরেই অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন হয়। সোমবার সফর শেষ হওয়ার কথা থাকলেও, সেদিনই মেসি, সুয়ারেজ ও ডি পল গুজরাতে অনন্ত আম্বানির ‘বনতারা’য় যান। সেখানেও সময়টা দারুণ কেটেছে বলে পোস্টে ইঙ্গিত দিয়েছেন মেসি।

মেসির পোস্টে স্টেডিয়ামের দর্শকদের উচ্ছ্বাস, কলকাতায় তাঁর মূর্তি উদ্বোধনের মুহূর্তসহ সফরের নানা স্মরণীয় ছবি দেখা গেছে। ভারত সফর শেষে তাঁর এমন ইতিবাচক মন্তব্য নিঃসন্দেহে দেশের ফুটবলপ্রেমীদের কাছে বড় প্রাপ্তি। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকার মুখে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশার কথা নতুন করে অনুপ্রেরণা জোগাচ্ছে ক্রীড়াপ্রেমীদের।

 

POST A COMMENT
Advertisement