Minerva Academy: মেসির দেশের ক্লাবকে ৪ গোল, চ্যাম্পিয়ন ভারতের মিনার্ভা

লিওনেল মেসির (Lionel Messi) দেশের ক্লাবকে হারিয়ে ঐতিহ্যশালী গোথিক কাপ ফের ঘরে তুলল ভারতের ক্লাব। ২০২৩-এর পর আবার এই টুর্নামেন্ট জিতল মিনার্ভা অ্যাকাডেমি (Minerva Academy)। আর্জেন্টিনার সিইএফ ১৮ টুকুমানকে ৪-০ গোলে উড়িয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে মিনার্ভা অ্যাকাডেমি।

Advertisement
মেসির দেশের ক্লাবকে ৪ গোল, চ্যাম্পিয়ন ভারতের মিনার্ভাজিতল মিনার্ভা অ্যাকাডেমি

লিওনেল মেসির (Lionel Messi) দেশের ক্লাবকে হারিয়ে ঐতিহ্যশালী গোথিক কাপ ফের ঘরে তুলল ভারতের ক্লাব। ২০২৩-এর পর আবার এই টুর্নামেন্ট জিতল মিনার্ভা অ্যাকাডেমি (Minerva Academy)। আর্জেন্টিনার সিইএফ ১৮ টুকুমানকে ৪-০ গোলে উড়িয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে মিনার্ভা অ্যাকাডেমি।

৪০ মিনিটের এই ম্যাচে শুরু থেকেই বেশ ভাল খেলেছে মিনার্ভা। আর সেটা স্কোরলাইন দেখলেও পরিস্কার বোঝা যাচ্ছে। তবে বেশ কয়েকবার পাল্টা আক্রমণে ব্যবধান কমানোর মতো পরিস্থিতি তৈরিও হয়েছিল। তবে মিনার্ভার শক্ত ডিফেন্স ক্লিনশিট রাখে। ম্যাচের ১৫ মিনিটে রিথামের গোলে এগিয়ে যায় মিনার্ভা। ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারতীয় ক্লাব। এর মধ্যেই প্রথমার্ধের মাঝামাঝি সময়ে, মিনার্ভার গোল লক্ষ্য করে দূরপাল্লার শট নেয় টুকুমানের ফুটবলার। গোল হয়নি। এর কিছুক্ষণ পর তারা ফের সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি। 

প্রথমার্ধে সুযোগ পেলেও দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়ানোর কোনও সুযোগ দেয়নি মিনার্ভা। ২৯ থেকে ৩৫ মিনিট, এই পাঁচ মিনিটের একটা স্পেলে পরপর তিন গোল করে আর্জেন্টিনা ক্লাবের ডিফেন্সকে ছত্রভঙ্গ করে দেয় ভারতের এই অ্যাকাডেমি। ২৯ মিনিটে গোল করেন ইয়োহেনবা। ৩২ এবং ৩৪ মিনিটে গোল করে যথাক্রমে রাজ এবং ডেনামনি। শুধু টুর্নামেন্ট জেতা নয়, তাদের রেকর্ডও বেশ চমকপ্রদ।

বিশ্ব যুব কাপ অর্থাৎ গোথিয়া কাপের সাত ম্যাচে ৫১ গোল করে অনন্য নজির গড়েছে মিনার্ভা। তারা গোল হজম করেছে মাত্র একটা। গোথিয়া কাপে নামার আগে হেলসিঙ্কি কাপে তারা ১ গোলে পরাস্ত হয়েছিল ফিনল্যান্ডের প্রতিপক্ষের কাছে। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এভাবেই সুইডেন থেকে দেশকে গৌরব এনে দিল মিনার্ভার ছোটরা। যা নিয়ে উচ্ছ্বসিত ম্যাচের সেরা ইয়োহেনবা সিং। বলে, 'এত বড় টুর্নামেন্টে সেরা হতে পেরে অসাধারণ লাগছে। আমরা দল হিসেবে দুর্দান্ত খেলেছি। গেম প্ল্যান সঠিকভাবে কাজে লাগিয়েই এই সাফল্য।'

POST A COMMENT
Advertisement