scorecardresearch
 

Mohammed Habib : তিন প্রধানে খেলা কিংবদন্তি ভারতীয় ফুটবলার মহম্মদ হাবিব প্রয়াত

চলে গেছেন কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াগজতে। মঙ্গলবার সন্ধেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisement
প্রয়াত মহম্মদ হাবিব প্রয়াত মহম্মদ হাবিব
হাইলাইটস
  • চলে গেছেন কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব
  • মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর

চলে গেছেন কিংবদন্তি ফুটবলার মহম্মদ হাবিব। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রীড়াগজতে। মঙ্গলবার সন্ধেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।আজ বিকেল সাড়ে ৪টেয় হায়দরাবাদে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৮০ সালে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। ২০১৫ সালে পেয়েছেন ভারত গৌরব পুরস্কার।

মহম্মদ হাবিবের ভাইপো, হাবিবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হায়দরাবাদের বাড়িতেই তিনি প্রয়াত হয়েছেন।

ভারতীয় ফুটবলে ‘বড়ে মিঞা’ হিসেবে পরিচিত তিনি। মাত্র ১৭ বছর বয়সে ১৯৬৬ সালে হায়দারাবাদ থেকে কলকাতায় এসে ইস্টবেঙ্গলে নাম লেখান। তারপর প্রায় ১৮ বছর কখনও মোহনবাগান তো কখনও ইস্টবেঙ্গল আবার কখনও মহামেডানের জার্সিতে খেলেছেন। 

আরও পড়ুন

১৯৭৭ সালে পেলের কসমসের বিরুদ্ধে মোহনবাগান দলের অন্যতম সদস্য ছিলেন হাবিব। ১৯৭০ সালে এশিয়ান গেমসের ব্রোঞ্জ জয়ী ভারতীয় দলেরও সদস্য ছিলেন তিনি। 

প্রকৃতপক্ষে, হাবিবের ছোট ভাই মোহাম্মদ আকবরও একজন উজ্জ্বল ফুটবলার ছিলেন যিনি দীর্ঘদিন ধরে কলকাতা ময়দানে আধিপত্য বিস্তার করেছিলেন।তবে হায়দরাবাদে থাকলে কলকাতা ও তিন ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক অটুট ছিল। ২০১৯ সালে ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের অনুষ্ঠানে এসেছিলেন। বাড়ি হায়দরাবাদ হলেও ফুটবল কেরিয়ারের সবটাই কেটেছে কলকাতায়। তাঁর ভাই আকবরও একজন বিখ্যাত ফুটবলার। নাম আকবর। তিনি কলকাতার মাঠে ‘ছোটে মিঞা’ নামে পরিচিত। 

ইস্টবেঙ্গলে খেলার সময় তিনি ১১৩ টি গোল করেন। ১৯৭০-৭৪ সালে হাবিব যখন ইস্টবেঙ্গলে তখন ১৯৩২ দিন কলকাতা ডার্বিতে পরাস্ত হয়নি লাল হলুদ। মাঝে সময়টা ছিল পাঁচ বছর। এই সময় মোট ১৩টা ট্রফি জিতেছিল লাল হলুদ।

 

Advertisement

Advertisement