Mohun Bagan Election: মোহনবাগানের ভোটে ইস্তেহার প্রকাশ সৃঞ্জয় গোষ্ঠীর, ১৪ দফা প্রতিশ্রুতি কী কী?

এই প্রথম মোহনবাগান (Mohun Bagan) নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ করা হল। সৃঞ্জয় বসু (Srinjoy Bose) তাঁর গোষ্ঠীর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন। নির্বাচনে জিতে ক্ষমতায় এলে স্বপনসাধন (টুটু) বসুরা কী কী করবেন, তারই খসড়া রয়েছে এই ইস্তাহারে।

Advertisement
মোহনবাগানের ভোটে ইস্তেহার প্রকাশ সৃঞ্জয় গোষ্ঠীর, ১৪ দফা প্রতিশ্রুতি কী কী?সৃঞ্জয় বসুর ইস্তেহার প্রকাশ

এই প্রথম মোহনবাগান (Mohun Bagan) নির্বাচনের আগে ইস্তাহার প্রকাশ করা হল। সৃঞ্জয় বসু (Srinjoy Bose) তাঁর গোষ্ঠীর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন। নির্বাচনে জিতে ক্ষমতায় এলে স্বপনসাধন (টুটু) বসুরা কী কী করবেন, তারই খসড়া রয়েছে এই ইস্তাহারে।

১৪ দফা প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে সৃঞ্জয় বসুদের এই ইস্তাহারে। বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে ক্লাবের নতুন ক্যাম্পাস তৈরি করাতে। বর্তমানে যেহেতু মোহনবাগান ক্লাব প্রাঙ্গণ সেনা নিয়ন্ত্রিত ক্ষেত্রে অবস্থিত, তাই অনেক ক্ষেত্রেই প্রতিবন্ধকতার সামনে পড়তে হয় ক্লাবকে। যাতে এই সমস্যা কাটানো যায়, তাই নতুন ক্যাম্পাস তৈরি করা এই গোষ্ঠীর উদ্দেশ্য। ইস্তাহারের এই প্রতিশ্রুতির ব্যখ্যা দিতে গিয়ে এদিন সৃঞ্জয় বসু বলেন, 'একদিনেই নতুন স্টেডিয়াম তৈরি করে ফেলব, এটা বলছি না। ধাপে ধাপে সরকারের কাছ থেকে একটা জমি নিয়ে একটা বাড়ি তৈরি করা। যেখানে ইন্ডোর গেমসের ব্যবস্থা করা। সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেটাকে আরও বাড়িয়ে নেওয়া।'

পাশাপাশি, প্রবীণদের জন্য আজীবন সদস্যপদ ফি মুকুব। যাঁদের সদস্যপদ পঞ্চাশ বছর হয়ে গিয়েছে, তাদের বার্ষিক চাঁদা মুকুবের সিদ্ধান্ত নিতে চান সৃঞ্জয় বসুরা। প্রবীণদেরকে সম্মান জানাতেই এমন ভাবনা সৃঞ্জয় গোষ্ঠীর। অতীতে দেখা গিয়েছে কোনও সদস্যের মৃত্যু হলে সেই সদস্যপদ আর হস্তান্তর হত না। তাঁরা জিতে আসার পর হঠাৎ মৃত্যু হওয়া সদস্যদের সদস্যপদ তাঁদের পরিজনদের হস্তান্তর করতে। এছাড়াও সদস্যদের ম্যাচ টিকিট পাওয়ার ব্যবস্থার আরও আধুনিকীকরণ করাই তাঁদের লক্ষ্য। 

ক্লাবের সঙ্গে প্রাক্তন ফুটবলারদের যোগাযোগ আরও নিবিড় করতে চান তাঁরা। এ জন্য কর্মসমিতিতে দু'জন প্রাক্তনের আসন সংরক্ষণ করার কথা উল্লেখ রয়েছে ইস্তাহারে। একই সঙ্গে কর্মসমিতিতে দু'জন মহিলার আসন সংরক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের। ক্লাবের ইতিহাসকে তুলে ধরতে একটা ভালো মিউজিয়াম গড়ার ইচ্ছা রয়েছে তাঁদের। গুরুত্ব দেওয়া হবে মার্চেন্ডাইসকেও। এই ইস্তেহারে উল্লেখ রয়েছে মোহনবাগান কর্মীদের বেতন কাঠামো ও প্রভিডেন্ট ফান্ডের কথাও। কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে জিতে এসে পিএফ চালু করতে চাইছে এই গোষ্ঠী। এসবের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাবের সাফল্য আর খতিয়ানকে তুলে ধরার কাজ আরও ভালোভাবে করতে চান তাঁরা। একটা সময় মোহনবাগান ক্লাবের টেনিস কার্নিভাল খুবই জনপ্রিয় ছিল সদস্যদের মধ্যে। বন্ধ হয়ে যাওয়া সেই টেনিস কার্নিভালকে ফিরিয়ে আনতে চায় এই গোষ্ঠী।

Advertisement

সল্টলেকের এসি ব্লকে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পটন দত্ত, শিশির ঘোষ, অমিত ভদ্র, অচিন্ত্য বেলেলের মতো প্রাক্তন তারকা ফুটবলাররা। সঙ্গে ছিলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত প্রাক্তন অরথলিট সোমা বিশ্বাস। ছিলেন বিধাননগর পুরনিগমের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশুতোষ নন্দী সহ অন্যরা।

POST A COMMENT
Advertisement