Mohun Bagan: যুদ্ধের ইরানে গেল না মোহনবাগান, বড় ফাইন? অভিযোগ খতিয়ে দেখছে AFC

ইরানে যুদ্ধ পরিস্থিতিতে ম্যাচ খেলতে যাওয়ার ব্যাপারে মোহনবাগানের একাংশ নারাজ। আগেই জানিয়েছিলেন তাঁরা। সবুজ-মেরুন শিবিরের ৩৫ জন প্লেয়ার মোহনবাগান কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা ইরানে যেতে চান না।

Advertisement
যুদ্ধের ইরানে গেল না মোহনবাগান, বড় ফাইন? অভিযোগ খতিয়ে দেখছে AFCইরান যেতে নারাজ মোহনবাগান
হাইলাইটস
  •  ইরানে ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তির কোপে পড়তে হবে?
  • ইরানে যেতে নারাজ মোহনবাগান
  • কড়া শাস্তি হতে পারে মোহনবাগানের?

ইজরায়েলে ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরান (Iran Israel War)। প্রায় ১৮০টি মিসাইল হামলা এক রাতেই। আশঙ্কা,এবার পাল্টা জবাব দেবে ইজরায়েলও। যার নির্যাস, ইজরায়েল ও ইরানের যুদ্ধ শুরু। ইতিমধ্যেই ইরানে যাওয়ার ব্যাপারে ভারতীয়দের জন্য অ্যাডভাইজারি জারি করেছে কেন্দ্র। এহেন তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মোহনবাগান (Mohun Bagan) ইরানে ম্যাচ খেলতে না যাওয়ায় শাস্তির কোপে পড়তে হবে?

ইরানে যেতে নারাজ মোহনবাগান

ইরানে যুদ্ধ পরিস্থিতিতে ম্যাচ খেলতে যাওয়ার ব্যাপারে মোহনবাগানের একাংশ নারাজ। আগেই জানিয়েছিলেন তাঁরা। সবুজ-মেরুন শিবিরের ৩৫ জন প্লেয়ার মোহনবাগান কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন, তাঁরা ইরানে যেতে চান না। এবার বিষয়টিতে নড়েচড়ে বসল এএফসি। তারা জানিয়েছে, সংশ্লিষ্ট কমিটি মোহনবাগানের ইরান সফরের বিষয় খতিয়ে দেখছে। ওদিকে ট্র্যাক্টর এফসি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন যখন করেছে, তখন দেখা গিয়েছে মোহনবাগানের চেয়ার ফাঁকা। 

কড়া শাস্তি হতে পারে মোহনবাগানের?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র গ্রুপ পর্বে ট্র্যাক্টর এসসি-র বিরুদ্ধে খেলতে ইরান না যাওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট যে কড়া শাস্তির মুখে পড়তে চলছে, ইঙ্গিত দিয়েছে এএফসি। বুধবার ট্র্যাক্টর  এএফসি বনাম মোহনবাগান ম্যাচ ছিল। মোহনবাগানের ৩৫ জন ফুটবলারের আবেদন, কোনও নিরাপদ জায়গায় ম্যাচ হোক। ম্যাচের দিনও পরিবর্তন করা হোক। আজ অর্থাত্‍  ২ অক্টোবর তাবরিজের ইয়াদেগার ইমান স্টেডিয়ামে এই ম্যাচ হওয়ার কথা ছিল। 

POST A COMMENT
Advertisement