Mohun Bagan Super Giant: শনিবারই লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান, কীভাবে?

লিগ শিল্ড (ISL League Shield) জয়ের শেষ ধাপে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। পরিস্থিতি এমনই যে আজই লিগ শিল্ড জিতে নিতে পারে সবুজ-মেরুন। কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছে এফসি গোয়া (FC Goa) হারলেই শিল্ড জয় নিশ্চিত হয়ে যাবে হোসে মলিনার দলের। কোনও মতেই তখন আর মোহনবাগানের প্রাপ্ত ৪৯ পয়েন্ট ছুঁতে পারবে না গোয়া। বাকি সব ম্যাচ জিতেও কাজ হবে না। 

Advertisement
শনিবারই লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান, কীভাবে? মোহনবাগান

লিগ শিল্ড (ISL League Shield) জয়ের শেষ ধাপে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। পরিস্থিতি এমনই যে আজই লিগ শিল্ড জিতে নিতে পারে সবুজ-মেরুন। কেরল ব্লাস্টার্সের (Kerala Blasters) কাছে এফসি গোয়া (FC Goa) হারলেই শিল্ড জয় নিশ্চিত হয়ে যাবে হোসে মলিনার দলের। কোনও মতেই তখন আর মোহনবাগানের প্রাপ্ত ৪৯ পয়েন্ট ছুঁতে পারবে না গোয়া। বাকি সব ম্যাচ জিতেও কাজ হবে না। 

কেরলের সঙ্গে গোয়া ড্র করলে ওড়িশার বিরুদ্ধে রবিবার ঘরের মাঠে ১ পয়েন্ট পেলেই চলবে বাগান ব্রিগেডের। কারণ গোয়া তখন ৪৯ পয়েন্টের বেশি পাবে না। সেক্ষেত্রে মোহনবাগান ৫০ পয়েন্ট ছুঁলেই বাজিমাত। কেরলের বিরুদ্ধে গোয়া জিতলে বাগান বাহিনীর দরকার হবে ওড়িশা ম্যাচে জয়, ৩ পয়েন্ট ঘরে তুলে ৫২ পৌঁছে শিল্ডের দখল নিতে হবে। তবে অঙ্কের কচকচানিতে যেতে রাজি নন বাগানের হেড স্যর হোসে মোলিনা। রবিবার ওড়িশাকে হারিয়ে শিল্ড জেতার প্রস্তুতিতে কোনওরকম শিথিলভাব দেখাচ্ছেন না।

শুক্রবার উল্টোডাঙ্গা মেরিনার্সের তরফে একদল সমর্থক পেত্রাতোস, কামিন্স ও বিশালের গলায় উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান। সমর্থকদের পেত্রাতোসের প্রতিশ্রুতি, 'অবশ্যই লক্ষ্যপুরণ হবে ব্যাক টু ব্যাক শিল্ড জয়ের।' আর সেটা সফল করতে মলিনার অনুশীলনে বাড়তি উজ্জীবিত ভাব দেখা গেল। চোট সারিয়ে পুরোদমে অনুশীলনে মনবীর, থাপা, আশিসরা। সাহাল এদিন এলেও রিহ্যাবই করেন। ওড়িশা ম্যাচের জন্য পাঁচ বিদেশি ম্যাকলারেন, কামিংস, গ্রেগ, আলবার্তো ও অলড্রেড সেরা দিতে মুখিয়ে। অনুশীলনের শেষ দিকে ম্যাকলারেন কিছু সময় ফিজিওর কাছে কাটালেও চিন্তার কিছু নেই।

এদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সবুজ-মেরুন ফুটবলাররা ইনস্টাগ্রামে বাংলা ভাষায় নিজেদের প্রতিক্রিয়া জানান। অধিনায়ক শুভাশিস মাতৃভাষা দিবসের গুরুত্ব ব্যাখ্যা করেন। মনবীর বাংলায় প্রশ্ন করেন, 'তোমরা কেমন আছো?' কামিংস বলেন, 'আমি মাকে ভালবাসি। 'বিশাল, সুহেল, টাংরির মুখেও শোনা যায় বাংলা ভাষা। যা সমর্থকদের মন ছুঁয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement