
গোয়ার জয়ে লিগ শিল্ডের প্রতিক্ষা বাড়লো মোহনবাগান সুপার জায়েন্টের। শনিবার কেরালা ব্লাস্টার্স জিতে গেলে সবুজ-মেরুন এমনিতেই চ্যাম্পিয়ন হয়ে যেত। তবে সেটা হল না। রবিবার ওড়িশা এফসি ম্যাচ জিতেই শিল্ড ঘরে তুলতে হবে হোসে মলিনার দলকে। আর সেটা না হলে প্রতিক্ষা আরও বাড়বে।
লিগ শিল্ড জেতার ক্ষেত্রে ম্যাজিক ফিগার ৫২ বলে ধরা হচ্ছে। তিনটের মধ্যে আর একটা ম্যাচ জিতলেই যেখানে পৌঁছে যাবেন জেসন কামিন্সরা। এফসি গোয়া এখনও সেখান থেকে ১০ পয়েন্ট দূরে। এই জয়ের ফলে পেছন থেকে তাড়া করার কিছুটা রসদ পেয়ে গেল মানেলো মার্কেজের দল। তবে লড়াইটা এখনও অনেকটাই কঠিন। সবচেয়ে বড় কথা তা শুধু নিজেদের উপর নয়, অনেকটাই নির্ভর করছে সবুজ-মেরুনের উপরেও।
অনেক মোহনবাগান সমর্থক হয়ত শনিবারই সবুজ-মেরুন আবির নিয়ে প্রস্তুত ছিলেন সেলিব্রেশনের জন্য। তবে তাদের সেই আনন্দ কিছুটা হলেও স্থগিত করতে হল এদিন। রবিবার তারা আনন্দে মাততে পারবেন কিনা সেটা সময় বলবে। তবে সেলিব্রেশনের প্রস্তুতি যে যুক্তি সঙ্গত তা বলাই যায়। কারণ ওড়িশার বিরুদ্ধে তারকা ফুটবলার আহমেদ জাহুকে মার্ক করতে হবে না। শনিবার বিকেলেই জাহুর শিবির ছাড়ার খবর মিলেছে। তা নিয়ে ক্ষুব্ধ ম্যানেজমেন্ট রাখঢাক না করেই পোস্টও করে দিয়েছে। শাস্তির মুখে এই তারকা।
পাশাপাশি ওড়িশার ড্রেসিংরুমেও যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে তাও স্পষ্ট। এসব দেখে হয়ত মুচকি হাসছেন হোসে মলিনা। তবে অনুশীলনে আত্মতুষ্টির কোনও জায়গা নেই সেটাও বুঝিয়ে দিচ্ছেন স্প্যানিশ বস। কারণ, তিন ম্যাচে তিন পয়েন্ট দরকার সবুজ-মেরুনের। শেষ ম্যাচ আবার নিকটতম প্রতিদ্বন্দী গোয়ার বিরুদ্ধেই। তাই সেই ম্যাচ অবধি অপেক্ষা করতে হলে, চাপ বাড়তে পারে। সেটা একেবারেই চাইছে না মোহনবাগান।
গত মরসুমেও লিগ শিল্ড এসেছে মোহনবাগানের ঘরে। তবে আইএসএল চ্যাম্পিয়ন হওয়া হয়নি। এবার সেই ভুলটাও শুধরে নিতে চাইবে সবুজ-মেরুন। ওড়িশা ম্যাচ জিতে লিগ নিশ্চিত হলে, বাকি দুই ম্যাচে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ থাকবে মলিনার সামনে। ফাইনালের আগে সেই সুযোগটাও ছাড়তে চাইবে না মোহনবাগান।