
ডার্বির (Kolkata Derby) পর দুই ম্যাচে জয় নেই। তবুও লিগ টেবিলের শীর্ষেই রয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। সাত পয়েন্ট এগিয়ে দুই নম্বরে থাকা এফসি গোয়ার (FC Goa) থেকে। এর মধ্যেই আবার তিন নম্বরে থাকা বেঙ্গালুরু এফসি-র (Mohun Bagan vs Bengaluru FC) বিরুদ্ধে ম্যাচ। খুব গুরুত্বপূর্ণ এই ম্যাচ। লিগ শিল্ডের (ISL League Shield) লড়াইয়ে তাড়া করতে থাকা বেঙ্গালুরুকে হারাতে পারলে সুনীলদের (Sunil Chhetri) স্বপ্ন যেমন ভেঙে যাবে তেমনই লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাবে সবুজ-মেরুন।
কত পয়েন্ট পেলে লিগ শিল্ড জিততে পারে মোহনবাগান?
সাত ম্যাচ হাতে রয়েছে হোসে মোলিনার দলের। সেখান থেকে কীভাবে চ্যাম্পিয়ন হবে মোহনবাগান? দুই নম্বরে থাকা এফসি গোয়া এক ম্যাচ কম খেলে (১৬ ম্যাচ) রয়েছে ৩০ পয়েন্টে। বাকি আট ম্যাচের সব জিতলে আরও ২৪ পয়েন্ট পেতে পারে মানেলোর দল। সেক্ষেত্রে তাদের পয়েন্ট পৌঁছে যাবে ৫৪তে। মোহনবাগান ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট পেয়ে গিয়েছে। ফলে শুভাশিস বসুদের আরও ২১ পয়েন্ট পেতে হবে। আর তা করতে গেলে সব ম্যাচ জিততে হবে মোহনবাগানকে। তবে গ্রেগ স্টুয়ার্টরা ছন্দে ফিরলে সেটা করা অসম্ভব নয়।
শুভাশিস আশাবাদী শিল্ড ধরে রাখার ব্যাপারে
কত পয়েন্ট পেলে শিল্ড রক্ষা হবে? শুভাশিসের উত্তর, 'কোনও হিসেব কষছি না। পরের সাতটা ম্যাচের সব ক'টা জেতার মানসিকতা নিয়ে আমরা এগোচ্ছি। এই মুহূর্তে বেঙ্গালুরু ম্যাচে আমরা ফোকাস করছি।' ডার্বি জয়ের পর শেষ দুই ম্যাচে জয়ের দেখা নেই। শুভাশিসের কথায়, 'জীবনের মতো ফুটবলেও উত্থান-পতন থাকে। তবে টাংরি, জেসনের (কামিংস) মতো চরিত্ররা ড্রেসিংরুমের পরিবেশ ফুরফুরে রাখে। সেটাই আমাদের অন্যতম বড় শক্তি।'
গত মরসুমেও লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। তবে আইএসএল ট্রফি তাদের জেতা হয়নি। মুম্বই সিটি এফসি সেই খেতাব দখল করে। তবে এবার দুই ট্রফিই ঘরে তুলতে মরিয়া সবুজ-মেরুন ক্লাব। এর মধ্যে এফসি গোয়া যত পয়েন্ট নষ্ট করবে ততই উজ্জ্বল হবে মোহনবাগানের প্রথম লক্ষ্যপূরণের স্বপ্ন।