Mohun Bagan: কলকাতা লিগে ওয়াকওভার দেওয়ার পথে মোহনবাগান, কী শাস্তি হতে পারে?

১৭ অগাস্ট ডুরান্ড কাপের কোয়াটার ফাইনালে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলের (East Bengal) মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট। তার আগে কলকাতা লিগে বুধবার অর্থাৎ ১৩ অগাস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ ছিল মোহনবাগানের। সে ম্যাচ না খেললে কী শাস্তি হতে পারে?

Advertisement
কলকাতা লিগে ওয়াকওভার দেওয়ার পথে মোহনবাগান, কী শাস্তি হতে পারে?মোহনবাগান

আজ কলকাতা লিগের (Kolkata League) ম্যাচ খেলতে নামবে না বলে জানিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। ডুরান্ড (Durand Cup) শেষ হওয়ার পর কলকাতা লিগের বাকি ম্যাচ দেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছিল সবুজ-মেরুন। ১৭ অগাস্ট ডুরান্ড কাপের কোয়াটার ফাইনালে চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গলের (East Bengal) মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়েন্ট। তার আগে কলকাতা লিগে বুধবার অর্থাৎ ১৩ অগাস্ট মেসারার্স ক্লাবের বিরুদ্ধে কলকাতা লিগের ম্যাচ ছিল মোহনবাগানের। সে ম্যাচ না খেললে কী শাস্তি হতে পারে?

নৈহাটিতে হতে চলা সেই ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়ে ১১ আগস্ট রাতে আইএফএকে চিঠি দিয়ে জানিয়েছে মোহনবাগান। যেহেতু ডুরান্ড কাপের জন্য মোহনবাগানের কলকাতা লিগের দল থেকে ১৬ জন ফুটবলার সিনিয়র দলে নথিভুক্ত হয়েছেন, যার মধ্যে ৮-৯ জন ফুটবলার স্কোয়াডে জায়গা পেয়েছেন। এর ফলে কলকাতা লিগে মার্চ খেলার জন্য পর্যাপ্ত খেলোয়াড় নেই বলেই চিঠিতে জানিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট। গত ৮ আগস্ট সিইও বিনয় চোপড়া চিঠি দিয়ে বিষয়টি আগে আবেদন করেছিলেন ম্যাচ পিছোনোর। পরে ১১ অগাস্ট চিঠি দিয়ে জানানো হয়, মেসারার্সের বিরুদ্ধে ম্যাচ তারা খেলছে না। মঙ্গলবার মোহনবাগান মাঠে রিজার্ভ দলের অনুশীলনে মাত্র ১৬-১৭ জন ফুটবলার উপস্থিত ছিলেন, যার মধ্যে অধিনায়ক সন্দীপ মালিকের গোড়ালিতে চোট এবং মিডফিল্ডার গুরনাজ সিং গ্রেওয়ালের জ্বর হয়েছে।

কী শাস্তি হতে পারে সবুজ-মেরুনের?
যদিও আইএফ-এ সচিব অনির্বাণ দত্ত মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বুধবারের ম্যাচ হচ্ছে। সেক্ষেত্রে মোহনবাগান না নামলে কি ওয়াকওভার দিয়ে দেওয়া হবে মেসারার্সকে? এমনটা হলে বিষয়টি লিগ কমিটির বিচারাধীন হবে বলেই জানিয়েছেন অনির্বাণ দত্ত। আইএফএ সচিবের মতে, যেহেতু ১৭ আগস্ট ম্যাচ, ফলে ১৩ আগস্ট ম্যাচ খেলার ক্ষেত্রে অসুবিধা হওয়ার কথা নয় মোহনবাগানের। পাশাপাশি এই ম্যাচ পিছোলে বাকি ম্যাচগুলির উপরেও প্রভাব পড়বে বলে জানিয়েছেন সচিব। তবে এর পরে মোহনবাগানের বাকি ম্যাচ দেওয়া নিয়ে চিন্তাভাবনা করবে আইএফএ, সেটিও জানিয়েছেন অনির্বাণ দত্ত।

Advertisement

আইএফএ-কে পাল্টা তোপ মোহনবাগানের
আইএফএ সচিবের জবাবে মোহনবাগান সুপার জায়ান্ট আবারও চিঠি দিয়ে জানিয়েছে, মেসারার্সের বিরুদ্ধে বুধবার ম্যাচ তারা খেলতে পারবে না। সাথে পাল্টা প্রশ্ন করেছে, গতবারের কলকাতা লিথে চ্যাম্পিয়ন ও রানার্স আপ কারা হয়েছিল? একই প্রশ্ন ছুড়ে দিয়েছেন মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বসু। পাশাপাশি অভিযোগ করেছেন, কোনও একটি বিশেষ ক্লাবকে সুবিধা দিতে আইএফএ চাইছে মোহনবাগান যাতে ওয়াকওভার দেয়া অন্য দিকে মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত স্পষ্ট জানিয়েছেন, ডুরান্ড কাপ ও কলকাতা লিগ সমান্তরালভাবে চললে এমন সমস্য। হবেই। তবে তিনি আশ্বাস দিয়েছেন, ডুরান্ড শেষ হলেই কলকাত। লিগে খেলতে নামবে মোহনবাগান।

POST A COMMENT
Advertisement