
রেকর্ড গড়ে আইএসএল লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। আর এবার দর্শকসংখ্যার ক্ষেত্রেও নজির গড়ল সবুজ-মেরুন। এশিয়ার মধ্যে গড় টিকিট বিক্রির নিরিখে পাঁচ নম্বরে মোহনবাগান। পেছনে ফেলে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসের (Al Nassr) এমনকি লিওনেল মেসির (Lionel Messi) ইন্টার মিয়ামিকেও (Inter Miami)।
বিশ্বে দর্শক সংখ্যার বিচারে কত নম্বরে মোহনবাগান সুপার জায়েন্ট?
প্রিয় দলকে সমর্থন করার বিষয়ে মোহনবাগান ক্লাব অনেক শক্তিধর দেশের নামি দামি ক্লাবকে অনেকটা পিছনে ফেলে দিয়েছে। প্রথম ১০০র মধ্যে মোহনবাগান থাকলেও নেই মেসির ক্লাব ইন্টার মিয়ামি। আর ক্রিশ্চিয়ান রোনাল্ডোর ক্লাবওো নেই ২০০র মধ্য়েও। দেশের মধ্যেশীর্ষে তো বটেই, গোটা বিশ্বে ৫৪ নম্বরে রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার ক্লাব।
শীর্ষে কারা?
গোটা বিশ্বের প্রথম শ্রেণির ফুটবল লিগের মাঠে দর্শক অ্যাটেন্ডেন্সের নিরিখে ১ নম্বরে রয়েছে বরুশিয়া ডর্ডমুন্ড, দ্বিতীয় বায়ার্ন মিউনিখ এবং তৃতীয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৫১ নম্বর স্থানে রয়েছে চিনের ক্লাব এসএইচ শেনহুয়া। ৫২ নম্বর স্থানে রয়েছে ইংল্যান্ডের জনপ্রিয় ইংলিশ প্রিমিয়র লিগের ক্লাব এভার্টন। এরপর ৫৩তম স্থানে রয়েছে কলম্বিয়ার ক্লাব অ্যতেলিতো ন্যাশনাল।
মোহনবাগানের গড় দর্শক কত?
মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের প্রতি ম্যাচে দর্শক সংখ্যা ৩৮, ৭৫৯। আরও নজরকা়ড়া বিষয় হল, ফ্রান্সের ক্লাব লেনস, তুরস্কের ক্লাব ফেহনারবেস (কোচ মোরিনহো), স্পেনের ক্লাব সেভিয়া, ইপিএলের জনপ্রিয় ক্লাব এবং প্রাক্তন চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসিও এই তালিকায় মোহনবাগানের থেকে পিছনে রয়েছে। ফলে ফুটবলাররা না পারলেও ভারতীয় সমর্থকরা কিন্তু ইংল্যান্ড, ফ্রান্স, সৌদির ফুটবলকে টেক্কা দিয়ে দিয়েছে, তা বলাই যা।
লিগ শিল্ডের লড়াই জেতার পর, এবার অধরা আইএসএল ট্রফি জেতার লড়াই নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে সবুজ-মেরুন। হোসে মলিনার দল এবারে খেতাব জেতার ক্ষেত্রে অন্যতম দাবিদার। গত মরসুমেও লিগ শিল্ড জিতেছিল ক্লাব। তবে ফাইনালে হেরে, আইএসএল ট্রফি জেতার স্বপ্ন ভঙ্গ হয়েছিল।