৩০ সেপ্টেম্বর এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ (AFC Champions League 2) এর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইরানের সেপাহান এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant)। তার জন্য জোরকদমে প্রস্তুতি সারছে সবুজ-মেরুণ ব্রিগেড। কিন্তু প্রস্তুতি চললেও ইরানে যাওয়া নিয়ে জটিলতা বজায় থাকছে মোহনবাগানের। আর সেই কারণে ইরান থেকে এই ম্যাচ সরানোর আবেদন নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট।
কেন এই চিঠি দিল মোহনবাগান ম্যানেজমেন্ট?
যা খবর, ব্রিটিশ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার অধিবাসীদের ইরানের ভিসা পেতে সমস্যা হয়। যার ফলে মোহনবাগানের চার বিদেশি ফুটবলার জেসন কামিংস. জেমি ম্যাকলারেন, দিমিত্রি পেত্রাতোস ও টম অলড্রেডকে ইরান নিয়ে যেতে সমস্যা হাচ্ছে। তবে ইরান যাওয়ার জন্য যাবতীয় ব্যবস্থা করে ফেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বিমানের টিকিট থেকে হোটেল বুকিং- সমস্ত আয়োজনই করে ফেলেছে তারা। কিন্তু এই চার বিদেশি ফুটবলারের ভিসা সমস্যাই চিন্তায় ফেলেছে মোহনবাগানকে।
ম্যাচ সরানোর আবেদন
সেই কারণে, খেলোয়াড়দের স্বার্থ ও নিরাপত্তার কথা চিন্তা করে ইরান থেকে ম্যাচ সরানোর জন্য এএফসিকে আবেদন জানিয়ে মঙ্গলবার চিঠি দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট। তবে এএফসি এই আবেদনে রাজি হবে কিনা, তা নিয়ে প্রশ্ন থাকছে। কারণ ইরানে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে বাকি দলগুলির আসার ক্ষেত্রে সমস্যা হচ্ছে না। ফল একটি দলের জন্য তারা ম্যাচের স্থান বদলাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
ইরানে খেলতে না এলে কী হবে?
এমতাবস্থায় যদি এএফসি এই আবেদনে রাজি না হয়, তাহলে মোহনবাগানকে ইরানে খেলতে আসতেই হবে। নইলে বড়সড় শাস্তি অপেক্ষা করবে তাদের জন্য, যার মধ্যে আগামী এএফসি প্রতিযোগিতাগুলিতে মোহনবাগান সহ ভারতীয় ক্লাবদের অংশগ্রহণে নিষেধাজ্ঞাও হতে পারে। তবে যা খবর, মোহনবাগান ইরানে যেতে প্রস্তুত, শুধু চার বিদেশি ফুটবলারের জটিলতার কারণেই এএফসিকে চিঠি দিয়েছে তারা।