আনোয়ার আলি ইস্যুতে ফের চিঠি পাঠাল মোহনবাগান সুপার জায়েন্ট। আনোয়ার আলির ট্রান্সফার ইস্যুতে এখনও রায় হয়নি। এইদ ব্যাপারে শনিবার ফেডারেশনকে চিঠি দিয়েছে সবুজ-মেরন ম্যানেজমেন্ট সেখানে দ্রুত সমস্যা সমাধানের আর্জি করা হয়েছে। পরবর্তী শুনানি কবে, কত তারিখে লিখিত নির্দেশিকা পেশ হবে অর্থাৎ আনোয়ার ইস্যুতে জটিলতা কবে কাটবে, তার ডেডলাইন জানতে চাওয়া হয়েছে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ শুরুটা একেবারেই ভাল হয়নি মোহনবাগানের ঘরের মাঠে আহল এফকের কাছে ০-১ হেরে সমালোচনার সম্মুখীন হয়েছে সবুজ-মেরুন শিবির। সেই ব্যর্থতা অতীত। ৩০ সেপ্টেম্বর ইরানের সেপাহান এসসির বিরুদ্ধে এসিএল ২-র দ্বিতীয় ম্যাচে নামছে মোহনবাগান শনিবার থেকে সেই ম্যাচের প্রস্তুতি শুরু করলেন লিস্টন কোলাসোরা। অনুশীলনে উল্লেখযোগ্য দিক, দিমিত্রি পেত্রাতোসের অনুপস্থিতি।
আহলের বিরুদ্ধে খেলার সুযোগ না পাওয়ায় মাঠে অসি তারকারা সঙ্গে কোচ মোলিনার কথোপকথনের মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দিমির শরীরীভাষাই বলে দিচ্ছিল, কোচের সিদ্ধান্তে তিনি অখুশি। এরপর তাঁর ক্লাব ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয়। শনিবার তিনি অনুশীলনে না থাকায় জল্পনা আরও বেড়ে যায়। যদিও ম্যানেজমেন্ট সূত্রে খবর, কোচের থেকে অনুমতি নিয়ে দিন দুয়েকের জন্য দুবাইয়ে ছুটি কাটাতে গিয়েছেন দিমি। রবিবার তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা। এদিন অনুশীলনে ছিলেন না আশিস রাই-ও। প্রস্তুতির শেষ দিকে আলবার্তো রড্রিগেজের পুরনো চোটের জায়গায় অস্বস্তি হওয়ায় তিনি উঠে যান। তবে জানা গিয়েছে, চিন্তার কিছু নেই।
রবিবার অনুশীলনে এসেছেন দিমিত্রি পেত্রাতোস। শনিবার তিনি ছিলেন না। আহাল ম্যাচের পর তাঁকে নিয়ে আলোচনা কম হয়নি। মনে করা হচ্ছিল, তিনি মোহনবাগান ছাড়তে পারেন। তবে সেই গুঞ্জন যে সত্যি নয় তার প্রমাণ পাওয়া গেল। তবে তিনি গত মরসুম থেকেই খেলার সেভাবে সুযোগ পাচ্ছেন না। ফলে ক্ষোভ তৈরি হচ্ছে সমর্থকদের মধ্যে। এর মধ্যেই এএফসি কাপের ম্যাচ। তারপরেই শুরু হবে ভারতের ফুটবল মরসুম।