দলে জায়গা পাচ্ছেন না। জড়িয়ে পড়ছেন নানা বিতর্কে। সমর্থকদেরও পাশের পাচ্ছেন না। দিমিত্রি পেত্রাতোসকে তাই দেখা গেল দলে ফিরতে মরিয়া। আর সে কারণেই, অনুশীলনের পরেও, নিজেকে নিংড়ে দিচ্ছেন দিমিত্রি পেত্রাতোস। তবুও কি দলে জায়গা হবে তাঁর?
বাড়তি পরিশ্রম দিমির
প্র্যাকটিস শেষ। মাঠে ছড়িয়ে থাকা বলগুলো সাপোর্ট স্টাফরা এক জায়গায় আনছেন। প্রায় সব ফুটবলারই ড্রেসিংরুমে ফিরেছেন। কিন্তু তিনি মাঠের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনবরত দৌড়ে চলেছেন। অনুশীলন শেষ হওয়ার পর প্রায় ১৫ মিনিট একাই দৌড়োলেন। দৌড় শেষ হলে মাঠেই হাঁটুর ওপর ভর দিয়ে কিছুক্ষণ জিরিয়ে নিলেন। দৃশ্যগুলোই বলে দিচ্ছিল দলে জায়গা ফিরে পেতে কতটা মরিয়া দিমিত্রি পেত্রাতোস। চলতি মরসুমে এখনও পর্যন্ত মাঠে নামেননি এই অজি তারকা। দলে কোথাও যেন কার্যকারিতা হারাচ্ছেন দিমি। দলে হারানো জায়গা ফিরে পেতেই যে এই বাড়তি পরিশ্রম, তা বলার অপেক্ষা রাখে না।
গ্রুপের শেষ ম্যাচে প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস
শুভাশিস বসু ও আপুইয়া জাতীয়-শিবিরে যোগ দিয়েছেন। ফলে ১৭ জন ফুটবলারকে নিয়ে রবিবার থেকে শুরু হল শিল্ডের গ্রুপ পর্বের শেষ ম্যাচের প্রস্তুতি। ১৫ অক্টোবর প্রতিপক্ষ ইউনাইটেড স্পোর্টস। এদিন তারা অমিত বসাকের গোলে গোকুলাম কেরালাকে ১-০ ব্যবধানে হারিয়েছে। ফলে গ্রুপের শেষ ম্যাচ ড্র করলেই শিল্ড ফাইনালে পৌঁছে যাবে মোহনবাগান।
সমর্থকদের বিক্ষোভ অব্যহত
এদিন, মোহনবাগানের কয়েকটি ফ্যানস ক্লাব মিলিতভাবে একটি বিবৃতি জারি করে। তাতে ইরান-যাত্রা বাতিল নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে সমর্থকদের আলোচনা, মহিলা দল তৈরি করা-সহ ১০টি দাবি করা হয়। যদিও সেই দাবি মানা বা না মানা নিয়ে কোনও বিবৃতি দেয়নি সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। এমনকি সমর্থকদের সঙ্গে আলোচনার ব্যাপারেও কোনও নিশ্চয়তা দেওয়া হয়নি। আইএফএ শিল্ডে তাদের প্রথম ম্যাচে অল্প দর্শক এলেও, তাঁরা গোটা ৯০ মিনিট জুড়েই ম্যানেজমেন্টের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। ৫ গোলে ম্যাচ জিতলেও, সেই ক্ষোভের আগুন যে এখনও কমেনি তা স্পষ্ট হয়েছে এই ১০ দফা দাবি নতুন করে পেশ করায়।