scorecardresearch
 

Mohun Bagan Super Giant Jason Cummings: 'সুপার সাব' না সুপারম্যান হতে চাই, গোয়ার কাছে হেরেও হুঙ্কার মোহনবাগান তারকার

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) অনেকটাই নির্ভর করে সুপার সাব জেসন কামিন্সের (Jason Cummings) উপর। গোল করার লোকের অভাব হলে, তাঁকে নামিয়ে কাজ হাসিল করেন হোসে মোলিনা (Jose Mollina)। এফসি গোয়া (Mohun Bagan Super Giants vs FC Goa) ম্যাচ হারতে হলেও, দলের উপর বিশ্বাস অটুট কোচের। কামিন্সও মনে করছেন, তিনিই এ মরসুমে সুপার সাব থেকে সুপারম্যান হয়ে উঠতে পারবেন। 

Advertisement
mohun bagan mohun bagan

মোহনবাগান সুপার জায়েন্ট (Mohun Bagan Super Giant) অনেকটাই নির্ভর করে সুপার সাব জেসন কামিন্সের (Jason Cummings) উপর। গোল করার লোকের অভাব হলে, তাঁকে নামিয়ে কাজ হাসিল করেন হোসে মোলিনা (Jose Mollina)। এফসি গোয়া (Mohun Bagan Super Giants vs FC Goa) ম্যাচ হারতে হলেও, দলের উপর বিশ্বাস অটুট কোচের। কামিন্সও মনে করছেন, তিনিই এ মরসুমে সুপার সাব থেকে সুপারম্যান হয়ে উঠতে পারবেন। 

গত মরসুমে নিয়মিত দলে থাকলেও, এখন পরিবর্ত হিসেবে নামতে হচ্ছে কামিন্সকে। এ নিয়ে মোহনবাগান তারকা বলেন, 'সুপার সাব নয়, আমি মোহনবাগানের সুপার ম্যান হতে চাই। না না, বাড়তি কোনও চাপ নেই। যখনই মাঠে নামি, দলের জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে। প্রথম একাদশে সুযোগ না পাওয়ার জন্য কোনও আক্ষেপ নেই।' 

ড্রেসিংরুমে ঢুকলেই অন্য কামিন্সকে দেখা যায়। সতীর্থদের সঙ্গে মজায় মেতে ওঠেন তিনি। অনেকে তাঁকে দেখে 'জোকার' বলে মনে করতে পারেন। তবে তাতে সমস্যা নেই কামিন্সের। বলেন, 'সব দলের সাজঘরেই একজন জোকার ক্যারেক্টর থাকে। আমি মোহনবাগান সাজগরে সেই কাজটা করি। এটাই আমাদের সাফল্যের চাবিকাঠি।' 

আরও পড়ুন

জেসন কামিন্স
জেসন কামিন্স

ডার্বি ম্যাচ নিয়েও মুখ খুলেছেন কামিন্স। চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল কি বেগ দিতে পারবে মোহনবাগানকে? কামিন্স বলেন, 'ইস্টবেঙ্গলের শুরুটা ভালো হয়নি। দলটা চোট সমস্যায় জর্জরিত। সামনের লড়াইটা আরও কঠিন ইস্টবেঙ্গলের জন্য।' মোহনবাগান দল গোয়ার বিরুদ্ধে হেরে গেলেও তাঁরাই আইএসএল-এ এক নম্বরে। বেঙ্গালুরু এফসি-র সঙ্গে পয়েন্টের ব্যবধান কিছুটা কমে গেলেও তা নিয়ে চিন্তিত নন কামিন্স। টিম বন্ডিংই মোহনবাগানের শক্তি বলে মনে করেন তারকা স্ট্রাইকার। বলেন, 'কামিন্স: অবশ্যই। আমরা একটা পরিবার। মাঠে এবং মাঠের বাইরে আমরা উপভোগ করি। একসাথে সময় কাটাই। যে কোনও দলের সাফল্যের জন্য দলগত ঐকবদ্ধতার খুব প্রয়োজন।'

Advertisement

গত মরসুমে মোহনবাগান লিগ শিল্ড জিতলেও, আইএসএল ট্রফি হাতছাড়া হয়েছে। তবে এবার দুই কাপই জিততে মরিয়া সবুজ-মেরুন। কামিন্স বলেন, 'বড় দলের পরিচয় তাদের সাফল্য। তাই মোহনবাগানের লক্ষ্য যত বেশি সম্ভব ট্রফি ঘরে তোলা। গত মরশুমে আমরা লিগ শিল্ড জিতেছি। এবারে আমরা শিল্ড এবং কাপ দুটোই জিততে চাই।' 
 

Advertisement