Mohun Bagan: আরও এক তারকার চোট, ACL-এর আগে সমস্যা বাড়ল মোহনবাগানের

এএফসি এসিএল ২-এর জন্য জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট ফুটবলাররা। টানা দেড় সপ্তাহ শারীরিক অনুশীলন করার পর, বুধবার দীর্ঘক্ষণ ম্যাচ প্র্যাকটিস করেছিলেন দিমিত্রি, কামিন্সরা। বুধবার ম্যাচ খেলার কারণে, বৃহস্পতিবার হালকা অনুশীলন করেন বাগান ফুটবলাররা।

Advertisement
আরও এক তারকার চোট, ACL-এর আগে সমস্যা বাড়ল মোহনবাগানেরজেমি ম্যাকলরেন ও দিমিত্রি পেত্রাতোস

এএফসি এসিএল ২-এর জন্য জোরকদমে অনুশীলনে নেমে পড়েছেন মোহনবাগান সুপার জায়েন্ট ফুটবলাররা। টানা দেড় সপ্তাহ শারীরিক অনুশীলন করার পর, বুধবার দীর্ঘক্ষণ ম্যাচ প্র্যাকটিস করেছিলেন দিমিত্রি, কামিন্সরা। বুধবার ম্যাচ খেলার কারণে, বৃহস্পতিবার হালকা অনুশীলন করেন বাগান ফুটবলাররা। 

জেমি, অনিরুদ্ধের চোট
ফিজিক্যাল অনুশীলন এবং হালকা পাসিং অনুশীলন করেছেন সকলেই। শেষের দিকে দীর্ঘক্ষণ গোলরক্ষককে গোলের নিচে দাড় করিয়ে শুটিংয়ের অনুশীলনও হয়েছে। তবে সে সবের মাঝেও চোট সমস্যা পিছু ছাড়ছে না বাগান শিবিরের। বেশ কয়েকদিন চোটের কারণে দলের সঙ্গে অনুশীলন করতে পারছেন না অনিরুদ্ধ থাপা। বৃহস্পতিবারেও মূলত জিম রুমেই সময় কাটালেন তিনি। এদিনও সাইডলাইনে বসে সতীর্থদের অনুশীলন দেখেছেন জেমি ম্যাকলারেন।

সুস্থ হওয়ার চেষ্টায় মনবীর 
তবে নিজেকে সুস্থ করে তুলতে মরিয়া অনুশীলন করছেন মনবীর সিং। এদিনও চুটিয়ে শারীরিক অনুশীলন করেছেন তিনি। তবে ম্যাচ ফিট কিনা সেটা এখনই জোর দিয়ে বলা যাবে না। মনবীর না থাকলে কী সমস্যা হতে পারে তা ডুরান্ড কাপেই বোঝা গিয়েছে। দুই প্রান্ত দিয়ে আক্রমণ তুলে আনতে তাঁকে দরকার। তাই এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাঁকে সুস্থ করার চেষ্টা চলছে জোর কদমে।


এদিকে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণ করতে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের শুনানিতে যৌথভাবে উপস্থিত হয়েছিল এআইএফএফ এবং এফএসডিএল। তবে তারা যে ভারতীয় ফুটবলে একত্রিত হয়ে কাজ করতে চাইছে না, সেটা পরিষ্কার বোঝা গিয়েছে। এই বিষয়ে বাগান সভাপতি দেবাশিস দত্ত বলেছেন, 'আমি যা বুঝলাম এফএসডিএল ভারতীয় ফুটবল থেকে বেরিয়ে যেতে চাইছে। সোমবার সুপ্রিম কোর্টের রায় না এলে কিছু বোঝা যাবে না। তবে যত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হবে, তাতেই ভারতীয় ফুটবলের মঙ্গল।'

তবে শুধু মোহনবাগান নয়, ইস্টবেঙ্গল কর্তারাও এ নিয়ে ক্ষুব্ধ। কারণ, মোহনবাগান সুপার জায়েন্টের পাশাপাশি ইমামি ইস্টবেঙ্গলের মহিলা দলও খেলছে এএফসি কাপে। সেই কারণেই কর্তারাও দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অচলাবস্থার জেরে ক্ষুব্ধ। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'এর জেরে সমস্ত দলই বিপদে পড়বে। শুধু তো ইস্টবেঙ্গল এএফসি খেলছে না, মোহনবাগান আছে, এফসি গোয়া আছে। সামগ্রিক ফুটবলের বিরাট ক্ষতি হবে।' পাশাপাশি তিনি ফের প্রেসিডেন্ট হিসেবে প্রফুল প্যাটেলকেই দেখতে চান বলেও জানিয়ে দিয়েছেন। মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত বলেন, 'ফেডারেশনের দয়ায় এবার, এমএলএ কাপ, কাউন্সিলর কাপ খেলতে হবে।'     

Advertisement

POST A COMMENT
Advertisement