Mohun Bagan Super Giant: মঙ্গলে আহাল এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান, সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা সবুজ-মেরুনের

মঙ্গলবার এএফসি লিগ এর ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। আহাল এফকে-র বিরুদ্ধে সেই ম্যাচে প্রচুর সমর্থক আসবেন বলেই আশা করছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। সন্ধ্যে ৭:১৫ থেকে ম্যাচ শুরু হওয়ার কথা। ফলে সেই ম্যাচ শেষ হতে হতে রাত হয়ে যাবে। সমর্থকদের অনেকদিনের অভিযোগ রাতের দিকে ম্যাচ হলে, মেট্রো, ট্রেন বা অন্য যানবাহন পেতে সমস্যা হয়।

Advertisement
মঙ্গলে আহাল এফসির বিরুদ্ধে খেলবে মোহনবাগান, সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা সবুজ-মেরুনেরমোহনবাগান

মঙ্গলবার এএফসি লিগ এর ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। আহাল এফকে-র বিরুদ্ধে সেই ম্যাচে প্রচুর সমর্থক আসবেন বলেই আশা করছে সবুজ-মেরুন টিম ম্যানেজমেন্ট। সন্ধ্যে ৭:১৫ থেকে ম্যাচ শুরু হওয়ার কথা। ফলে সেই ম্যাচ শেষ হতে হতে রাত হয়ে যাবে। সমর্থকদের অনেকদিনের অভিযোগ রাতের দিকে ম্যাচ হলে, মেট্রো, ট্রেন বা অন্য যানবাহন পেতে সমস্যা হয়।

সমর্থকদের কথা ভেবে বিশেষ ব্যবস্থা মোহনবাগান ম্যানেজমেন্টের
সেই সমস্যার কথা মাথায় রেখেই উদ্যোগ নিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। মেট্রো, বাসের পাশাপাশি ফেরি সার্ভিসও যাতে রাত অবধি খোলা থাকে সে কারণে তারা আর্জি জানিয়েছিল। সে মত ব্যবস্থাও নেওয়া হয়েছে।     

কখন কোথা থেকে পাওয়া যাবে 
সমর্থকদের জন্য সল্টলেক স্টেডিয়াম থেকে হাওড়া যাওয়ার শেষ মেট্রো রাত্রি ৯:৩০এ (সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে) স্পেশাল বাস পরিষেবা (বিধাননগর, শিয়ালদহ স্টেশন, সায়েন্স সিটি, এসপ্ল্যনেড থেকে স্টেডিয়াম অবধি, সমস্ত গেট কভার করা হবে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭:৩০টা এবং ম্যাচ শেষে ফেরার বাস রাত্রি ৯:৩০টা থেকে রাত্রি ১১টা এছাড়া, স্পেশাল ফেরী সার্ভিস থাকছে বাবুঘাট এবং আহিরীটোলা লঞ্চ ঘাট থেকে।

ফলে বলা যায় দারুণ খবর মোহনবাগান সমর্থকদের জন্য। যদিও প্রশ্ন তুলতে ছাড়ছেন না তারা। এএফসি কাপের ম্যাচ আয়োজনের দায়িত্ব থাকে ক্লাবের উপর। ফলে তারা চেষ্টা করে এ ব্যবস্থা যদি করতে পারে, তা হলে এফএসডিএল এই ব্যবস্থা আইএসএল-এর ম্যাচের সময় কেন করতে পারে না? এএফসি কাপের ম্যাচের সংখ্যা খুবই সীমিত। তবে প্রতি বছরেই মোহনবাগান আইএসএল খেলে। সেখানে প্রচুর ম্যাচ খেলতে হয়। সেই সময় অনেকেই খেলা দেখে বাড়ি ফিরতে গিয়ে সমস্যায় পড়েন। শুধু তো মোহনবাগান নয়, ইস্টবেঙ্গল, মহমেডান সমর্থকরাও রয়েছেন েই তালিকায়।

স্টেডিয়ামের সামনে থেকে যে অটোগুলো ছাড়ে তারাও সুযোগ বুঝে প্রচুর টাকা ভাড়া চেয়ে বসেন। ফলে সমস্যায় পড়তে হয় সাধারণ সমর্থকদের। যে সমস্ত বাস গুলো চলে সেদিকে দেখলে দেখতে পাওয়া যায়, ঝুলে ঝুলে গন্তব্যে পৌঁছতে হচ্ছে তাদের। মেট্রো বেশি রাতে না থাকায় শিয়ালদা আসতে গিয়ে বেগ পেতে হয়। বেশ রাত হয়ে যায়। সে কারণেই মোহনবাগান সুপার জায়েন্টের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন আপামর ক্রীড়া প্রেমীরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement