ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের কাছে ১-২ ব্যবধানে হেরে, প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টকে। সেই ম্যাচে হারের মূল কারণ ছিল দলের ফিটনেস। সেই কারণে ম্যাচ হারের পরের দিনই দলের ফিটনেসের দিকে কড়া নজর দিয়েছিলেন হোসে মলিনা। এছাড়া নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলনও করেছিলেন দিমিত্রি-কামিন্সরা।
প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান
৯ সেপ্টেম্বর মঙ্গলবার, এফসি গোয়ার বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মোহনবাগান। যেখানে মূল উদ্দেশ্য দলের ফুটবলারদের পারফরম্যান্স এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটা দেখে নেওয়া। ডার্বি হারের পর দীর্ঘদিন কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি সবুজ-মেরুন ব্রিগেড। ফলে এফসি গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে, দলকে দেখে নেবেন হোসে মলিনা।
প্রস্তুত হচ্ছেন রবিনহো
এদিকে প্রত্যেকদিনের মত, শনিবারও প্রায় ঘণ্টা দুয়েক রুদ্ধশ্বাস অনুশীলন সারলেন মোহনবাগান ফুটবলাররা। যেখানে ফুটবলারদের শারীরিক অনুশীলনের পাশাপাশি, আক্রমণ থেকে রক্ষণ সব দিকেই কড়া নজর রাখলেন হোসে মলিনা। অন্যদিকে সবে অনুশীলনে যোগ দিলেও, দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছেন ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনহো। অনুশীলনে বেশ কিছু দৃষ্টিনন্দন গোলও করছেন তিনি। কিন্তু এসবের মাঝেও, মলিনার চিন্তা বাড়াচ্ছে ম্যাকলারেন এবং অনিরুদ্ধ থাপার চোট। শনিবারও দলের সঙ্গে অনুশীলন করলেন না এই দুই তারকা। মূলত সাইডলাইনে রিহ্যাব সেরেছেন জেমি। অপরদিকে মাঠে নামলেও, শেষের দিকে মেডিকেল রুমেই ছিলেন অনিরুদ্ধ থাপা।
ম্যাকলরেন ও থাপার চোট নিয়ে বাড়ছে চিন্তা
ফলে দল যে পুরো ফিট তা কোনওভাবেই বলা যাচ্ছে না। এই অবস্থায় এএফসি কাপে কঠিন ম্যাচ খেলতে হবে সবুজ-মেরুনকে। আর তা নিয়েই চিন্তায় মোহনবাগান। এগিয়ে আসছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ। তবে আরও দিন কয়েক লাগবে ম্যাকলরেনের ফিরতে এমনটাই খবর মোহনবাগান সূত্রে। তবে অন্যদিকে অনিরুদ্ধ থাপার চোট সেরকম গুরুতর নয়। যদিও নিন দশেক আগে অনুশীলনে হালকা চোট পেয়েছিলেন। এসিএল ২-এর প্রথম ম্যাচে নামার আগে পুরে দলকে ফিট করাই হোসে মলিনার প্রধান লক্ষ্য। তবে তার মধ্যে আবার মেডিক্যাল রুম সঙ্গই ছাড়ছে না। আর তাতেই চাপ আরও বাড়ছে।